পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নিলেন

0
484

পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নিলেন সবচেয়ে বেশী বয়সী অলিম্পিক পদকজয়ী ইতালিয়ান জিমন্যাস্ট কার্লা মারানগোনি। ১০২ বছর বয়সে মৃত্যুবরণকারী কার্লা ১৯২৮ সালে অলিম্পিকে টিম জিমন্যাস্টিকসে রৌপ্য পদক জিতেছিলেন। গতকাল শুক্রবার ইতালিয়ান অলিম্পিক কমিটি (সিওএনআই) এই তথ্য নিশ্চিত করেছে।

ইতালির হয়ে মাত্র ১২ বছর বয়সে কার্লা অলিম্পিকে অংশ নিয়েছিলেন। আধুনিক গেমসে এটাই ছিল ইতালির নারীদের প্রথম কোন পদক জয়। অ্যামস্টারডামে আয়োজিত ঐ অলিম্পিকে অংশগ্রহণকারী একমাত্র ক্রীড়াবিদ হিসেবে কার্লা এতদিন বেঁচে ছিলেন। সিওএনআই’র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইতালিয়ান ক্রীড়া ও অলিম্পিক মুভমেন্টের ইতিহাসে কার্লা সবসময়ই স্মরণীয় হয়ে থাকবেন।’

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × 1 =