মাননীয় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সু-দৃষ্টি কামনা জামালপুর মেলান্দহে কাবিখা প্রকল্পের হত-দরিদ্র লেভার কাজের বিনিময়ে- প্রাপ্য টাকা হতে বঞ্চিত

0
801

জয়নাল আবেদীন আকন্দ ॥ জামালপুর জেলার মেলান্দহে কাবিখা প্রকল্পের হত-দরিদ্র মহিলা লেভার কাজের বিনিময়ে প্রাপ্য টাকা হতে বঞ্চিত হয়ে হাজরাবাড়ী শাখার সোনালী ব্যাংক কর্মকর্তার দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে, তবুও পাচ্ছে না প্রাপ্য টাকা। জানা যায়- বিগত দিনে ৬নং আদ্রা ইউনিয়নের ১৫ জন মহিলা লেভার, ৮নং ফুলকোচা ইউনিয়নের ১৫ জন ও ৯নং

 

ঘোষেরপাড়া ইউনিয়নের ১৫ জন সর্ব মোট ৪৫ জন মহিলা লেভার ইউনিয় পর্যায় রাস্তায় মাটি কাটার জন্য কাবিখা প্রকল্পের আওতায় দিন ভর মাটি কেটে মাথার ঘাম পায়ে ফেলেও সেই কাজের বিনিময়ের টাকা এখন পর্যন্তও না পেয়ে ব্যাংক কর্মকর্তা দ্বারে গেলে কর্মকর্তা বলেন- এ সপ্তাহ না ও সপ্তাহ এই ভাবে মাসের পর মাস বছরের পর বছর পার করে দিয়ে বর্তমানে কর্মকর্তা বলেন তোমাদের সঞ্চয় একাউন্ট নং- ১৪৪৫ এর টাকা সরকার খাতে জমা হয়ে গেছে। বিষয়টি নিয়ে ভূক্তভোগী মহিলা লেভারগণ সাংবাদিকদের জানায় আমাদের প্রাপ্য টাকার জন্য অনেকবার ব্যাংকে এসেছি ব্যাংকের স্যারেরা আমাগরে কয় আজ না কাল, এই ভাবেই মাসের পর মাস বছরের পর বছর পার করে দিয়ে এহন বলে তোমাংগরে টেহা সরকারের কাছে ফেরত চলে গেছে। বিষয়টি নিয়ে বঞ্চিত মহিলা লেভারগণ বুক ভরা কান্না চোখে মাননীয় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এম.পি’র সহানুভূতি কামনা করিতেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =