ডিবি কার্যালয়ে নিখোঁজ ৩ জন

0
539

নিখোঁজের পর গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হয়ে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেনসহ তিনজন এখন ডিবির কার্যালয়ে রয়েছেন।তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। তবে গতকাল তাদের আদালতে হাজির করা হয়েছে কিনা এ ব্যপারে পুলিশ কিছু জানায়নি।

ডিএমপির উপ-কমিশনার জানান, রোববার রাতে মোতালেবকে মোহাম্মদপুরের বসিলায়, শিক্ষামন্ত্রণালয়ের কর্মচারি নাসির উদ্দিন এবং লেক হেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখায় উচ্চমান সহকারী নাসিরের কাছে ১ লাখ ৩০ হাজার টাকা পাওয়া গেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। পরে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নানা দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে মোতালেব এবং নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। আর আব্দুল মতিনকে জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ তিনজনের মধ্যে মোতালেব এবং মতিন শনিবার বিকেল, আর বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল নাসির। এ পর্যন্ত তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। রবিবার প্রায় সাড়ে ৮টার দিকে তাদেরকে ডিবি অফিসে নেয়া হয়। তারপর থেকে তারা বিডি কার্যালয়ে আছেন। আইনগত বিধিবিধান অনুযায়ী একজনকে গ্রেফতারের ২৪ ঘন্টার মধ্যে তাদের কোর্টে উপস্থাপন করার কথা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 − thirteen =