চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে ৯ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-১০

0
492

হবিগঞ্জ প্রতিনিধিঃ চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতি কালে ৯ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-১০। ২২ জানুয়ারী রাতে একদল ডাকাত চুনারুঘাট পৌরসভাস্থ পীরের বাজারে জনৈক কদ্দুছ মাষ্টারের বাড়িতে ডাকাতি করতে গেলে পাহারারত গ্রামবাসি ডাকাতদের ঘিরে ফেলে শোর চিৎকার শুরু করে ।

 

এ সময় টহলরত র‌্যাব-১০ এর সদস্যরা এগিয়ে আসলে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাব পাল্টা গুলি ছুড়লে ৩ ডাকাত আহত হয়। গুলিতে আহত সৈয়দ শিফনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও আরমান ও এনামুলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসির সহায়তায় ৯ ডাকাত কে দেশীয় অস্ত্র পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ আটক করা হয়। আটক ডাকাতরা হলো , চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের আঃ মোতালিব মিয়ার পুত্র মমিন (১৯), মমিনপুর গ্রামের আইয়ুব আলীর পুত্র ফজল (২০), নরপতি গ্রামের আঃ সহিদের পুত্র হৃদয় (১৯), মমিনপুর গ্রামের শানু মিয়ার পুত্র সাহেল (২০), রানীগাও গ্রামের গাবরু মিয়ার পুত্র সাজন (২০), কাচুয়া গ্রামের ইদ্রিছ আলীর পুত্র বটল (২৪), নরপতি গ্রামের নুমান মিয়ার পুত্র আরমান(১৯), মমিনপুর গ্রামের সৈয়দ নবাব উল্লার পুত্র সৈয়দ শিপন(২২) ও রানীগাও গ্রামের আঃ আওয়ালের পুত্র এনাম (২৫)। পলাতক আসামী হলো,উবাহাট গ্রামের শহীদ মেকারের পুত্র ল্যাংরা তালেব। ধৃত ৯ ডাকাতকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে র‌্যাব ১০ এর ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান বাদি হয়ে ধৃত ৯ আসামী ও ১ জন পলাতক আসামীসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছেন।

 

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × three =