টাংগাইলের সখীপুর উপজেলায় সরকারী বরাদ্ধ ও উন্নয়নের তথ্য কুক্ষিগত???

0
713

জেলা প্রতিনিধি টাংগাইল‍ঃ
টাংগাইল জেলার সখীপুর উপজেলায় সরকারী ও বেসরকারী কর্মকর্তাদের অধীন সরকারী বা বৈদেশিক অর্থায়নে প্রকল্পে আলোচনা দপ্তরে ও জনশ্রুতিতে জানা গেলেও বাস্তব ক্ষেএে কোন উন্নয়ন না হওয়ায় ও টাকা ভাগ বাটোয়ারার করে নেওয়ার মুখরিত আলোচনা মুহুর্তে প্রকল্পের নামে বরাদ্ধকৃত অর্থের পরিমান এবং প্রকপ্লের তালিকার তথ্য চেয়ে আবেদন করিলে তথ্য সরবরাহের নামে কাল ক্ষেপন করিতেছে।

সবিনয় নিবেদন এই যে, দেশের আমি একজন সচেতন নাগরিক হিসাবে তথ্য চেয়ে সরকারী বিভিন্ন দপ্তরে লিখিত দরখাস্ত দেওয়ার পর নানা অজুহাতে কাল ক্ষেপন করে তথ্য আইনকে অবজ্ঞা করে তথ্যকে কুক্ষিগত গত করে কোন দপ্তর কোন তথ্য প্রদান করেনি। ১।বিগত ১৬/১১/২০১৫ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার (তথ্য) এর নিকট দরখাস্ত করে সখীপুর উপজেলা নির্বাহী প্রকৌশল এর অনুকুলে ২০১৪- ১৫ইং অর্থ বৎসরে বার্ষিক উন্নয়ন কর্মসুচীর আওতায় অনগ্রসর এলাকার জন্য থোক বরাদ্ধের ওয়ার্ক ষ্টিমিড পাওয়ার আবেদনের পরও তথ্য দেয়নি। ২। গত ১০/০৫/১৬ইং তারিখে সখীপুর উপজেলা নর্বাহী প্রকৌশল সরাসরি এর নিকট ২০১৫–১৬ইং অর্থ বৎসরে বরাদ্ধকৃত অর্থ ও প্রকপ্লের তালিকা চেয়ে আবেদন দেওয়ার পরও তথ্য দেয়নি। ৩। বিগত ১৩/১২/২০১৫ইং তারিখে সখীপুর পৌর মেয়র ও সাব রেজিষ্ট্রার এর নিকট ২০১১ইং সনের ১৭ জানুয়ারী হতে ২০১৫ইং সনের ডিসেম্বর পর্যন্ত ৫ বৎসর সখীপুর পৌর এলাকার ভুমি হস্তান্তরে স্হানীয় কর ও উৎসকর আদায়ের পরিমান জানতে চেয়ে দুইটি আবেদন করি। ৪। বিগত ১০/০৫/২০১৬ইং তারিখে সখীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এর নিকট ২০১৫–১৬ অর্থ বৎসরে সখীপুর উপজেলা উন্নয়নে বরাদ্ধকৃত নগদ টাকা চাউল,গম এর পরিমান ও তদানুসারে প্রকল্পর তালিকা চেয়ে আবেদন করি। ৫। বিগত ০৪/১২/২০১৬ইং তারিখে সখীপুর উপজেলা নর্বাহী প্রকৌশলী(বিউবো) এর নিকট ফিটারে গ্রাহকের প্রকৃতি অনুসারে তালিকা চেয়ে আবেদন করি। বিগত ৬।১০/০১/২০১৭ইং তারিখে টাংগাইল জেলা প্রশাসকের নিকট ২০১১ইং সনের জুলাই মাস হতে ২০১৭ইং সনের ১লা জানুয়ারী পর্যন্ত টাস্কফোর্সের মাধ্যমে বনঞ্চলে করাতকল উচ্ছেদের সংখ্যা তারিখসহ চেয়ে আবেদন করি। বিগত ২৭/০৭/২০১৭ইং তারিখে সখীপুর উপজেলা নর্বাহী অফিসার এর নিকট সখীপুর সাব রেজিষ্ট্রারের কার্য্যালয়ে ২০১৫–১৬/২০১৬-১৭ইং এই দুই অর্থ বৎসরে পৌরসভাকে প্রদেয় স্হানীয় সরকার কর ও উৎস করের পরিমানের তথ্য চেয়ে আবেদন করি। গত ২৭/০৭/২০১৭ইং তারিখে সখীপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদনে২০১৫–১৬/২০১৬–১৭ এই দুই অর্থ বৎসরে সখীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধীনে বরাদ্ধকৃত নগদ টাকা গমের পরিমান ও প্রকল্প বাস্তবায়নের তালিকা চেয়ে লিখিত আবেদন করেও এযাবৎ কালক্ষেপন করে দেয়নি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 + fourteen =