মানতে হবে কঠোর আইন ইউটিউব থেকে আয় করতে

0
900

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষ আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছে ইউটিউবকে। ইউটিউবে চ্যানেল খোলা সহজ, ফ্রী এবং আয় করার উপায় আছে বলে অনেকেই এর প্রতি দিন দিন উৎসাহি হচ্ছে, খুলছে নতুন চ্যানেল। তবে সম্প্রতি ইউটিউব কর্তৃপক্ষ তাদের চ্যানেল মালিকদের আয়ের ক্ষেত্রে নতুন শর্ত তৈরি করে দিয়েছে। যা বেশিরভাগ ইউটিউবারের কাছেই কঠিন শর্ত বলে মনে হচ্ছে। ইউটিউব কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে শুধু সেইসব চ্যানেল বিজ্ঞাপন যাদের কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার রয়েছে এবং বছরে কমপক্ষে ৪,০০০ ঘণ্টা ভিডিও ওই চ্যানেলে দেখা গেছে।

অথচ এর আগে মাত্র ১০ হাজার ভিউ হলেই ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন পাওয়া যেত। ইউটিউব তার ব্লগ পোস্টে জানিয়েছে ২০ ফেব্রুয়ারি শেষ তারিখ, এর মধ্যে ১ হাজার সাবস্ক্রাইবার এবং ৪ হাজার ঘন্টার ভিডিও না থাকলে বিজ্ঞাপন পাওয়া যাবে না। পাশপাশি আপলোড করা ভিডিওর ‘কনটেন্ট’এর ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক হতে বলেছে ইউটিউব কর্তৃপক্ষ। কোনো রকম অশ্লীল, বর্ণবিদ্বেষী এবং অন্যের ভিডিও চুরি করে ধরা পড়লে ওই চ্যানেলের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা। ইউটিউবের এসব শর্তে নতুন ইউটিউব চ্যানেলের মালিকরা হতাশ হলেও পুরনো ব্যবহারকারীরা আছেন ভিন্ন মেজাজে। কারণ তারা আশা করছেন, নতুন এই কড়াকড়ি নিয়মের ফলে হয়তো বিজ্ঞাপনের জন্য প্রদেয় অর্থের পরিমাণ বাড়াতে পারে ইউটিউব।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × five =