গাইতে অনীহা প্রকাশ করাই কাল হলো

0
591

পাকিস্তানের জনপ্রিয় তরুণ শিল্পী ছিলেন সুম্বুল খান। সেই দেশের বিভিন্ন অনুষ্ঠানে গান করে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। তেমনই একটি অনুষ্ঠানে গান গাওয়ার প্রস্তাব পেয়েছিলেন এই শিল্পী। কিন্তু সেখানে গাইতে অনীহা প্রকাশ করাই কাল হলো তার। গুলিতে খুন হতে হলো তাকে। পাকিস্তানে নারী শিল্পীদের ওপর বহুবার হামলা হয়েছে। এক বছর আগে লাহোরে নর্তকী-অভিনেত্রী কিসমত বেগকে খুন করেছিল দুর্বৃত্তরা।

এর রেশ না কাটতেই ফের একই ধরনের ঘটনা ঘটল। ২৫ বছর বয়সী সুম্বুলের বাড়ি পাকিস্তানের মর্দান এলাকায়। ঘরোয়া একটি অনুষ্ঠানে গান গাওয়ানোর জন্য তার বাড়িতে যায় তিন দুর্বৃত্ত। সুম্বুল গাইতে রাজি না হওয়ায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গায়িকাকে হত্যার দায়ে নাইম খাট্টাক নামের এক সাবেক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজনদের বাকি দুজনকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

six − 5 =