রৌমারীতে উপজেলা পর্যায়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে

0
612

মাজহারুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
গতকাল ৬ ফেব্রুয়ারী ২০১৮ মঙ্গলবার সকাল ১১ টায় রৌমারী উপজেলা পরিষদ সভা কক্ষে এইড-কুমিল্লা আয়োজিত আইডিআর-২ প্রকল্প উপজেলা পর্যায়ে ২ বছর মেয়াদী বৃদ্ধদের নিয়ে ২টি ইউনিয়নের মাঝে ২০টি কমিউনিটি সেন্টার গড়ে তুলে প্রায় ৪১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা বাজেটে উপজেলা নির্বাহী অফিসার দ্বীপঙ্কর রায় এর সভাপতিত্বে, ্প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান, অন্যান্যদের মধ্যে সুদীপ্ত কুমার শিংহ ১ম শ্রেণীর ম্যাজিষ্ট্রেড কুড়িগ্রাম, ডাক্তার রোকনুজ্জামান রোকন প্রানী সম্পদ কর্মকর্তা, ডাক্তার অনুপ কুমার বিশ্বাস মেডিক্যাল অফিসার রৌমারী হাসপাতাল, আব্দুল্লাহ আল মামুন কৃষি কর্মকর্তা, ফরহাদ হোসেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, শাহজাহান মাধ্যমিক কর্মকর্তা, আব্দুল কুদ্দুস নির্বাচন কর্মকর্তা, আজিজার রহমান সভাপতি টিসিটি, কবির হোসেন চেয়ারম্যান বন্দবেড় ইউপি, মৌলভী সামছুল হক চেয়ারম্যান দাঁতভাঙ্গা ইউপিসহ আরো অনেককে নিয়ে একটি উপজেলা পর্যায়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় শুভেচ্ছা বক্তব্যে এইড কুমিল্লা প্রকল্প কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এইড কুমিল্লা প্রবঞ্চনামুক্ত এমন একটি সমাজ ব্যবস্থা গড়ার স্বপ্ন দেখে যেখানে প্রতিটি ব্যক্তি শন্তি ও সহমর্মিতার ভিত্তিতে বসবাস করতে সক্ষম এবং যেখানে সমাজের প্রাপ’ সম্পদের উপর প্রতিটি সত্তার ন্যায় অংশিদারিত্ব নিশ্চিত হবে। এবং তাদের কার্যক্রম সম্পর্কেও বলেন, যেমন সারভাইভার নেটওর্য়াক ফর প্রিভেনশন এন্ড বেটার ইনকুশন, কন্টিনিউশন অফ দা ইন্টিগ্রেটেড ডেভলেপমেন্ট প্রোগ্রাম, মাইক্রোক্রেডিট ও ক্রেডিট ইউনিয়ন, ব্রাক এডুকেশন প্রোগ্রাম, পাচার ও নির্যাতিত নারীদেও সরকারী সংস্থা হতে লিগাল এইড সেবা প্রাপ্তিতে ব্যাপক গণসচেতনতা, আশ্রয় দেয়া এবং অভিভাবকদের নিকট হস্তান্তর, এইড কুমিল্লা প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র, গৃহ ঋণ প্রকল্প।
প্রধান অতিথি বলেন, উন্নয়ন প্রক্রিয়ায় মানুষের মর্যাদা সমুন্নত করা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত করা, ক্ষমতাহীনদের ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ, মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার এবং নারী পুরুষের বৈষম্য দূরীকরণ শহর ও গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত পুরুষ মহিলা এবং শিশুদের ভাগ্যউন্নয়নের লক্ষে উদ্বুদ্ধ করণ ও কর্মসূচী বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং ২টি ইউনিয়ন করছেন পারলে ৬টি ইউনিয়নে কাজ করার ব্যবস্থা করেন।
সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার দ্বীপঙ্কর রায় বলেন, সরকারের এ রকম বাস্তবতা কার্যক্রম এনজিওদের মাধ্যমে দেখতে চায় যেখানে সকল প্রবীনের জীবন হবে মর্যাদাপুর্ণ, দারিদ্রমুক্ত, কর্মময়, সুস্থ ও নিরাপদ। জনগন যেন সমাজ উন্নয়নের সর্বস্তরে প্রবীনদের অবদান সম্পর্কে সম্যক ধারনা লাভ করে এবং একই সাথে প্রবীন নারী পুরুষ যেন তাদের স্বাস্থ্য পরিচর্যা, সামাজিক সেবা তথা অর্থনৈতিক ও শারীরিক নিরাপত্তা উপভোগ পারে, সেই লক্ষে নিরন্তর কাজ করে যাওয়া।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twelve − nine =