উত্তরায় হাসপাতালের চিকিৎসা সেবার নামে হয়রানি

0
1816

বিশেষ প্রতিবেদনঃ রাজধানী উত্তর সিটিকরপোরেশনের প্রানকেন্দ্র উত্তরা এলাকায় (বাড়ি-২৫,রোড-১৩,সেক্টর-৬) গড়ে উঠেছে কমিউনিটি হাসপাতাল লিঃ। এ হাসপাতালের চিকিৎসা সেবা অত্যান্ত  নিম্ন এবং  রোগিদের সেবার নামে চলে জুলুম। এ বিষয়ে জান্নাত (২৫) নামের এক মেয়ে জানায় গত ১২ নভেম্বর ২০১৭ইং রাত সাড়ে ১১ টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার চেষ্ঠা করতে চাইলে তখন তার বাসা ও এলাকার লোকজন চিকিৎসার জন্য প্রথমে শাহ্ কবির মাজার রোড তুরাগ সিএনজি পাম্পের পাশে আর্ক হাসপাতাল লিমিটেড এ নিয়ে গেলে তার পুলিশ কেস বলে রোগীকে হাসপাতাল থেকে ফেরত দেয়।

পরবর্তিতে তারা জান্নাতকে ঐ রাতে ১৩ নভেম্বর রাত সাড়ে ১২ টার দিকে চিকিৎসার জন্য উত্তরা কমিউনিটি হাসপাতালে গেলে তাকে সঠিক ভাবে চিকিৎসা না দিয়ে বরং ৪০ মিনিট হাসপাতালে অবস্থান করায় তাকে গুনতে হয়েছে ৬,৮০০ টাকা। এ বিষয়ে জান্নাতের পরিবার থেকে হাসপাতাল কর্তৃপক্ষের সুমনের কাছে জানতে চাইলে তারা রিসিপ ধরিয়ে দেন যাতে ওয়ার্ড বিল, আইসিও বিল, ডাক্তার ফি সহ অন্যান্য হিসেবের তালিকা। এর পতে এমত অবস্থা আবার জান্নাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তারা। তখন রোগীকে রাত ঐ রাতে (১৩ নভেম্বর২০১৭ ইং) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয় হয় (ঢামি ওয়ার্ড নং-২০৪) ভর্তি করে চিকিৎসা মাধ্যমে সুস্থ হয়ে ওঠে জান্নাত। এদিকে রোগী অভিভাবকদের অভিযোগ রোগীকে সঠিক চিকিৎসা না দিয়ে কেন তারা (উত্তরা কমিউনিটি হাসপাতাল লিঃ) হাসপাতাল কর্তৃপক্ষকে বিল দিবে এবং এলাকা বাসির অভিযোগ এটা পুলিশ কেস জেনেও কেন তারা একজন রোগীকে তাদের হাসপাতালে ৪০ মিনিট রেখে চিকিৎসার নামে বানিজ্য করবে। এদিকে অতœহত্যা চেষ্ঠা কারি জান্নাত একজন মানষিক রোগি বলে এলাকাবাসি জানায়। অথচো  সরেজমিনে ঘুরে দেখা যায় তাদের কোন আইসিও নেই এবং তাদের যে ডিউটি ডাক্তার আছেন তিনি কোন মতে রোগী দেখেই মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে রোগীদের নিকট থেকে। এমনকি এ বিষয়ে রোগিদের কেউ প্রতিবাদ করলে তাদেরকে বিভিন্ন ভাবে অপমান অপদস্থ হতে হয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এ ভাবে যদি চিকিৎসার নামে বানিজ্য হয় তাহলে একজন রোগী সেবার জন্য কোথায় যাবে ? এ বিষয়ে কার কাছে করবেন তারা প্রতিবাদ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 − 7 =