ভালোবাসা দিবসে ব্যাতিক্রম ভালোবাসা পুলিশের

0
506

‘আসুন ট্রাফিক আইন মেনে চলি যানজটমুক্ত ও নিরাপদ শহর গড়তে সহায়তা করি’ এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ভালোবাসা দিবসে বিভিন্ন যানবাহন চালকদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রামপুরা ট্রাফিক জোন।

সড়কপথে নানা দুর্ঘটনা এড়াতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার বিকালে রামপুরা ব্রিজ সড়কে ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানের মাধ্যমে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিভিন্ন যানবাহনের চালকদের হাতে রজনীগন্ধা, লাল গোলাপ ও চকলেট তুলে দেন ট্রাফিক পুলিশ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক পূর্ব বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ড. এ এইচ এম কামরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন ট্রাফিক পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারসহ জোনের বিভিন্ন পদমর্যাদার অন্যান্য ট্রাফিক পুলিশ।

এদিকে ট্রাফিক পুলিশের এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে যানবাহন চালকেরা বলেন, এ ধরনের উদ্যোগে আমরা উৎসাহিত ও আনন্দিত। সড়কে আমরা অবশ্যই ট্রাফিক আইন মেনে চলব। পাশাপাশি নানা দূর্ঘটনা রোধে আরও অধিক সচেতন হয়ে গাড়ি চালাব।

এ বিষয়ে ডিসি ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক পূর্ব বিভাগ ইতোপূর্বে নানা কর্মসূচী পালন করেছে। স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাস টার্মিনাল ও যানবাহন স্ট্যান্ড, বাস ষ্টপেজ, মার্কেট প্রাঙ্গনসহ ট্রাফিক পূর্ব ডিভিশনে ভিডিও চিত্র প্রদর্শনীসহ মত বিনিময় সভা কার্যক্রম করেছে। তারই ধারবাহিকতায় আজকের বিশেষ দিনে এ ব্যতিক্রমী আয়োজন।

অপরাধ বিচিত্রা/১৫.০২.২০১৮

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 × two =