আগুনে পুড়ে ছাই হলো ১০ টি বাড়ি-ঘর

0
694

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খুদিয়াখালী গ্রামের আবাসিক প্রকল্প এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এই আগুন লাগে।

অগ্নিকাণ্ডে আবাসিক প্রকল্পের কমপক্ষে ১০টি বাড়িঘর পুড়ে গেছে। এছাড়া কয়েক লাখ টাকার পাটকাঠিসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

 

স্থানীয়রা জানায়, শুক্রবার গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে ওই এলাকায়। অল্প কিছুক্ষণের মধ্যে আগুন চারদিক ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পরে, ফায়ার সার্ভিসকে খবর দিলে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ইউনিটের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার খালিদ হুসাইন জানান, চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এই কর্মকর্তা জানান, এলাকাটি ঘনবসতি হওয়ায় অল্প সময়ের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

অপরাধ বিচিত্রা/১৭.০২.২০১৮

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen − twelve =