প্রশাসনের কর্মকর্তাদের ম্যানেজ করে ফ্ল্যাট বাড়ি

30
963

একের পর এক প্রশাসনের কর্মকর্তাদের ম্যানেজ করে দখল হয়ে যাচ্ছে মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজারের সরকারি জমি। ব্যবসায়ীরা রাতের আঁধারে করছে দোকান ও বাড়ি ঘর। দেখলে মনে হয় সরকারি জমি রক্ষার কেউ নেই। গত সোমবার দুপুরে পুড়াপাড়া বাজারে গিয়ে দেখা যায় কাঠগড়া মাধ্যমিক সংলগ্ন মফিজুর রহমান নামের এক ব্যক্তি সরকারি জমি দখল করে ফ্ল্যাট বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন। ঠিক এমনিভাবেই কাঠগড়া মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম প্রান্তে জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যবসায়ী সরকারি জমি শুধু নয় সরকারি রাস্তার উপরেই ফ্ল্যাট বাড়ি নির্মাণ করছেন।

দেখলে মনে হয় তারা নিজের পৈতৃক সম্পত্তির উপর এসব ফ্ল্যাট বাড়ি নির্মাণ করছেন। পুড়াপাড়া বাজারের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, বিশ্বনাথপুর মৌজায় পুড়াপাড়া বাজারের হাট চান্দী থেকে শুরু করে নিয়ে বাজারের সম্পত্তিগুলো দোকানদার ও ক্ষমতাসীন দলের নেতাদের ছত্রছায়ায় থেকে এলাকার কিছু ব্যক্তি ফ্ল্যাট বাড়ি নির্মাণ করছে একের পর এক। জাহাঙ্গীর হোসেন জানান, সরকারি সম্পত্তির উপর আমরা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। সে কারণেই আমরা আমাদের জায়গাতেই ফ্ল্যাট বাড়ি নির্মাণের কাজ শুরু করেছি। কিন্তু জমিটা সরকারি হওয়ায় উপজেলা ভূমি অফিস থেকে কাজ বন্ধ রাখার জন্য নোটিশ করা হয়েছে। জাহাঙ্গীর হোসেনের বোন আকলিমা খাতুন জানান, আমরা খুবই অসহায় গরিব। প্রায় ৩০ বছর ধরে আমরা এখানে বসবাস করছি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ঘর নির্মাণের কাজ শুরু করেছিলাম। জমিটা সরকারের হওয়ায় কাজ বন্ধ করে দিয়েছে। এদিকে সরকারের জমি দখল করে গোপনে বাড়ি নির্মাণকারী মফিজুর রহমান জানান, আমরা সরকারের জমিতেই বসবাস করে আসছি। তাই সরকারের জমির উপরেই বাড়ি নির্মাণ করতে গিয়েছিলাম। কিন্তু অফিস থেকে নোটিশ দিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। মান্দারবাড়ীয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জুলফিকার আলী জানান, সরকারি জমির উপর মফিজুর রহমান ও জাহাঙ্গীর হোসেন নামের দু’ব্যক্তি ফ্ল্যাট বাড়ি নির্মাণ করছে। সংবাদ পেয়ে সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়। কিন্তু তারা রাতের অন্ধকারে আবারো কাজ শুরু করে। পরে উপজেলা ভূমি অফিস থেকে নোটিশ দিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) রোজিনা আক্তার জানান, সরকারি জমি দখল করে নির্মাণাধীন দু’টি বাড়ির কাজই বন্ধ করে দেয়া হয়েছে। এরপরও যদি তারা কাজ করার চেষ্টা করে তাহলে উচ্ছেদ অভিযান চালানো হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × two =