ফিল্ডিংয়ে বাংলাদেশ সাকিবের নেতৃত্বে টসে জিতে

7
978

জিতলেই ফাইনালে, হারলেই বাড়ি এমন সমীকরণ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অঘোষিত এই সেমিফাইনালে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ইনজুরি থেকে দলে ফেরা সাকিব আল হাসান। আজকের মূল একাদশে সাকিব খেলবেন এটা নিশ্চিত হওয়া গেছে। কেননা বাংলাদেশের হয়ে টস করতে গিয়েছিলেন সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা দলের সংগ্রহ ৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২২ রান। সাকিব আল হাসান ব্যাক্তিগত দ্বিতীয় ও দলীয় তৃতীয় ওভারেই উইকেটের দেখা পেয়েছেন। এরপর মুস্তফিজ প্রথম ওভারেউ ফিরিয়ে দেন কুশল মেন্ডিসকে।

ক্রিজে আছেন কুশল পেরেরা ৫ রানে ও উপুল থারাঙ্গা ০ রানে। নিদাহাস ট্রফির ফাইনালে আগেই জায়গা করে নিয়েছে ভারত। আজ ভারতের সঙ্গী নির্ধারণের লড়াই। এই লড়াইয়ে বাংলাদেশ দলে নেতৃত্বে দেখা যাবে দুই মাসে পর মাঠে ফেরা সাকিবকে। সাকিব দলে ঢোকায় বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন গত ম্যাচেই সুযোগ পাওয়া আবু হায়দার রনি। অন্যদিকে শ্রীলঙ্কা দলেও এসেছে দুটি পরিবর্তন। সুরাঙ্গা লাকমাল ও চামিরার পরিবর্তে লঙ্কান দলে খেলবেন ইসুরু উদানা ও আমিলা আপোনসো।

বাংলাদেশ দলের একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু।

শ্রীলঙ্কা দলের একাদশ : কুশল পেরেরা, কুশল মেন্ডিস, গুনাথিলাকা, উপুল থারাঙ্গা. থিসারা পেরেরা, জীভান মেন্ডিস, দাসুন শানাকা, আকিলা ধনঞ্জয়া, নুয়ন প্রদীপ, ইসুরু উদানা ও আমিলা আপোনসো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

fourteen + 6 =