সেই নারী সাগরেই সন্তান জন্ম দিলেন

31
1031

সন্তান জন্ম দেওয়ার জন্য এক নারী লোহিত সাগরে নেমেছিলেন। অবশেষে সেই নারী সাগরেই সন্তান জন্ম দিলেন! সাগরে নামার কিছুক্ষণ পর শিশুটির জন্ম দেন তিনি। আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। লোহিত সাগরে শিশু জন্ম দেওয়া নারীটি রাশিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। ছবিতে দেখা গেছে, পর্যটকদের প্রিয় মিসরীয় দাহাব শহরে লোহিত সাগরের তীরে ওই শিশুর বাবা শিশুটিকে কোলে তুলে রেখেছেন। ওই স্থানের একটি হোটেলের ব্যালকনি থেকে এক পর্যটক ছবিগুলো তুলেছেন। জানা গেছে, পানির নিচে সন্তান জন্ম দিতে এক রাশিয়ান বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন ওই নারী।

এ বিষয়ে তার স্বামী তাকে সহায়তা করেছেন। ছবিতে দেখা গেছে, একটি প্লাস্টিক কন্টেইনারে শিশুটির নাড়ি রাখা, সেটি গর্ভফুলের সঙ্গে জোড়া লেগে আছে। তবে ওই নারী এবং তার স্বামী ও সন্তানের নাম জানা যায়নি। আর শিশুটি ছেলে না মেয়ে বা কী তার অবস্থা, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী বিকিনি পড়ে সাগরে যাওয়ার পর শিশুটির জন্ম দেন। পানির নিচে শিশুটির স্বাভাবিক জন্মদানের বিষয়টি প্রশংসা করেছেন অনেক ফেসবুক ব্যবহারকারী। একজন ফেসবুক ব্যবহারকারীর মন্তব্য, ‘সাগর আজ অনেক লাল ছিল!’ প্রসঙ্গত, মিসরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র শারম এল-শেখের ৫০মাইল উত্তরপূর্বে অবস্থিত দাহাব শহরটি ইদানিং পর্যটকদের বিশেষত গর্ভবতীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eleven − 6 =