সারমন স্কুলের চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ

0
1209
 চট্টগ্রাম নগরির বায়েজিদ থানাধিন হিল ভিউ আবাসিক এলাকার সারমন স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যাবস্থাপনা কমিটির চেয়ারম্যান ড. রেজাউল করিম চৌধুরী ছাত্রীদের পড়ানোর কথা বলে তার নিজ বাসভবনে ডেকে নিয়ে আটকে রেখে যৌন নির্যাতন করেছেন।
১২ই মার্চ বায়েজিদ থানায় দায়ের কৃত মামলায় ছাত্রীটির পিতা অভিযোগ করেন গত ২৬শে ফেব্রুয়ারি রাতে তার মেয়ে সহ একই শ্রেণীর কয়েকজন আবাসিক ছাত্রীকে পড়ানোর কথা বলে নিজ বাসায় ডেকে নেন স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যাবস্থাপনা কমিটির চেয়ারম্যান ড. রেজাউল করিম। পরে অন্যান ছাত্রীদের ছুটি দিয়ে দুইজন ছাত্রীকে তার বাসায় আটকে রেখে যৌন নির্যাতন করে ড. রেজাউল করিম। গতকাল (১৩ই মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেড আল ইমরান খান নির্যাতনের শিকার ছাত্রীর জবানবন্দী রেকর্ড করেন। যৌন নির্যাতনের শিকার এক ছাত্রীর বাবা জানান, ঘটনার পর তাকে মুঠোফোনে বিষয়টি জানালে তিনি থানায় মামলা দায়ের করেন। বায়েজিদ থানা পুলিশ জানিয়েছেন, ড. রেজাউল করিম চৌধুরী ছাত্রীকে শ্লিলতাহানী করেছে মর্মে অভিযোগ পেয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পর থেকে চেয়ারম্যান ড. রেজাউল করিম পলাতক রয়েছেন। জানা গেছে একই বাউন্ডারির ভেতর স্কুল, হোস্টেল এবং ড. রেজাউল করিমের বাস ভবন অবস্থিত। সেই বাসায় ড. রেজাউল এবং তার স্ত্রী (যিনি প্রতিষ্ঠানের অধ্যক্ষ) তৌহিদা করিম সহ পরিবার নিয়ে একত্রে বসবাস করেন। বাংলাদেশ প্রেসের পক্ষ থেকে ড. রেজাউল করিম চৌধুরীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্ঠা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরে সারমন স্কুল এন্ড কলেজের হোস্টেলের দ্বায়িত্বরত নুরুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দিনে ছাত্র-ছাত্রীরা একত্রে ক্লাস করলেও রাতে আবাসিক ছাত্রীদের ৬ষ্ঠ তলায় নারী টিচারদের তত্বাবধানে আলাদা টিউশন করানো হয়। যৌন নির্যাতন বা শ্লিলতাহানীর কোন ঘটনা তার জানা নেই উল্লেখ করে নুরুল আলম বলেন, স্যার স্বপরিবার নিয়ে ক্যাম্পাসের ভেতরেই বসবাস করেন। এই রকম কোন ঘটনা এখানে সংঘটিত হওয়ার কোন সুযোগ নাই। স্কুল ও কলেজ ক্যাম্পাসে কোন সিসি ক্যামরা আছে কিনা জানতে চাইলে নুরুল আলম বাংলাদেশ প্রেসকে জানান, একটি মহন দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে চক্রান্ত করছে। সেই চক্রটি বিভিন্ন সময় এখানে ককটেল নিক্ষেপ করে। সেই কারণে সিসি ক্যামরা গুলো সব চুরি হয়ে যায় এবং কিছু ক্যামরা অচল হয়ে আছে। এই বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষের সাথে আলাপ করতে চাইলে নুরুল আলম বিষয়টি ম্যাডামকে জানাবেন বলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত যোগাযোগ করেননি। প্রতিবেদক একাধিকবার ফোন করলেও তিনি আর সাড়া দেননি। জানা গেছে ড. মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। বায়েজিদ ছাড়াও সারমন স্কুল এন্ড কলেজের নাছিরাবাদ এবং অক্সিজেনে আরো দুটি শাখা রয়েছে। এছাড়া তিনি পাটিয়ালছড়ি আর,টি চৌধুরী স্কুল এন্ড কলেজেরো প্রতিষ্ঠাতা।
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × five =