স্বস্থিতে নেই আ. লীগ খালেদা জিয়ার কারাবাসে : নাসিম

0
5059

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকায় আওয়ামী লীগ কোনোভাবেই স্বস্তিতে নেই বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘আমরা কেউ আনন্দিত নই। আওয়ামী লীগে স্বস্তি নাই।’ বুধবার জাতীয় প্রেসক্লাবে ইউনিভার্সেল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টারের করা রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বাস্থ্যবিষয়ক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ১০ বছর মামলা চলেছে, সব আইনি প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। দুঃখজনকভাবে তিনি দ-িত হয়েছেন। এজন্য আমরা কেউ স্বস্তিতে নেই। আমরা কেউই আনন্দিত নই। আওয়ামী লীগে কোনোভাবেই স্বস্তি নাই। আমরা কেউ চাই না যে, কোনো রাজনৈতিক দলের নেতা দ-িত হোক। কিন্তু দ-িত যেহেতু হয়েছেন এবং আপিল আদালতে তিনি গেছেন এখন। তিনি জামিনে বেরিয়ে আসবেন কি আসবেন না এটা তো কোর্টের ব্যাপার। আপনারা কী করবেন, কোর্টে গিয়ে বলেন।’ আদালতের সিদ্ধান্তে সরকার হস্তক্ষেপ করছে- বিএনপির এমন বক্তব্যকে অমূলক বলে দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিএনপির আইনজীবীদের সমন্বয়হীনতার কারণেই খালেদা জিয়ার জামিন পেতে দেরি হচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। এ ছাড়া ব্রিটিশ আইনজীবীকে বিতর্কিত আখ্যায়িত করে তাঁকে নিয়োগের সমালোচনা করেন আওয়ামী লীগের সভাপতিম-লীর এ সদস্য। ইউনিভার্সেল মেডিকেল কলেজ রিসার্চ সেন্টারের করা এই গবেষণা ফলাফলে রোহিঙ্গাদের স্বাস্থ্য সমস্যার বিশদ চিত্র উঠে এসেছে। রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিলেও তাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপ দিতে হবে বলেও জানান মোহাম্মদ নাসিম। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্ত্তী।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

two × 1 =