ডিএমপি কমিশনারের ওপর নির্ভর করছে বিএনপির সমাবেশের অনুমতি

0
476

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি ঘোষিত আগামী ২৯ তারিখে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের অনুমতি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের ওপর নির্ভর করছে। তিনি বলেন, তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছেন। বিষয়টি দেখেন ডিএমপি কমিশনার। তাদের সমাবেশ নিরাপত্তা দেওয়ার নৈতিক দায়িত্বও পুলিশ তথা আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে। পুলিশ কমিশনার যদি মনে করেন ২৯ তারিখে তাদের সভাটি করার জন্য কোনো অসুবিধা নেই। তবে পুলিশ কমিশনার সেই ব্যবস্থা নেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আজ মঙ্গলবার সচিবালয়ের নিজ দপ্তরের বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান। আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির সভা-সমাবেশ করার অধিকার আছে। এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। এর আগেও তারা সভা-সমাবেশ করেছে। তিনি বলেন, আগে হয়তো কোনো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তাজনিত কারণে ডিএমপি কমিশনার তাদের (বিএনপি) সে অনুমতি দেননি। তবে তারিখ ও স্থান পরিবর্তন করে বিএনপি সভা-সমাবেশ করেছে। সারাদেশে নেতাকর্মী গ্রেপ্তার করা হচ্ছে বিএনপির অভিযোগের জবাবে তিনি বলেন, আমরা বিনা কারণে বা বিনা অপরাধে কাউকে গ্রেপ্তার করছি না। নির্দিষ্ট অভিযোগ বা তাৎক্ষণিক অপরাধের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ২৯ মার্চের জনসভার অনমুতি দিতে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির স্থায়ী সদস্য নজরুল ইসলাম খান। এসময় বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও এয়ার ভাইস (মার্শাল অব.) আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ২৯ মার্চ সমাবেশের অনুমতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বিষয়টি ইতিবাচক হিসেবে দেখেছেন। আমরা আশা করছি এবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাবো।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twenty − 13 =