স্টেট এনার্জি রেগুলেটর দেশের গ্যাস বিতরণকারী কোম্পানিগুলোর স্বার্থে গ্যাসের মূল্য দ্বিগুন

0
631

স্টেট এনার্জি রেগুলেটর দেশের গ্যাস বিতরণকারী কোম্পানিগুলোর স্বার্থে গ্যাসের মূল্য দ্বিগুন করার যে প্রস্তাব করেছে তা খতিয়ে দেখছে। এর পেছনে কোম্পানিগুলোর সুস্পষ্ট উদ্দেশ্য হচ্ছে ব্যয়বহুল এল এনজির (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) স্বচ্ছ মূল্য সমন্বয় করা। : এ পরিকল্পনা অনুসারে গ্যাসের মূল্য বা মাসুল বৃদ্ধি সকল গ্রাহকের জন্য প্রযোজ্য হবে। : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর একজন সিনিয়র কর্মকর্তা বলেন ‘শিগগিরই কমিশনের এ সংক্রান্ত একটি বৈঠকের পর গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাবের ওপর আমরা গণ শুনানি আহবান করবো’।

: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (ইএমআরডি) দেশে প্রথম এলএনজি আমদানি করার আগে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর কাছ থেকে তাদের মতামত জানতে চাইছে। তবে বিইআরসি’র উক্ত কর্মকর্তা জানান অন্তত ২ মাস আগে গ্যাসের মূল্য বৃদ্ধির ব্যাপারে কোন সিদ্ধান্ত জানানো যাবে না। কারণ বিষয়টি সম্পর্কে কমিশন পুরোপুরি পরিষ্কার হওয়ার পূর্বে তাদের কিছু নির্দিষ্ট কার্য প্রণালী অবশ্যই অনুসরণ করতে হবে। : অবশ্য সরকার আশা করছে এলএনজি আগামী ২৫ এপ্রিল নতুন করে সরবরাহ শুরু হবে ও ১ মে থেকে এ জ্বালানি বাজারজাত শুরু করবে। : গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো তাদের ঐক্যবদ্ধ প্রস্তাবসমূহে প্রাকৃতিক গ্যাসের মূল্য প্রতি কিউবিক মিটার (সিএম) এর হার বিদ্যমান ৭ টাকা ৩৯ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৯৫ পয়সা করার কথা বলেছে। এদিকে গ্যাস-ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসমূহের জন্য অনুরূপ গ্যাসের প্রতি কিউবিক মিটারের দাম ৩ টাকা ১৬ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা এবং সার কারখানার জন্য প্রতি কিউবিক মিটারের গ্যাসের দাম ২ টাকা ১৭ পয়সা থেকে ১২ টাকা ৮০ পয়সা করার কথা বলেছে। : একইভাবে ফিলিং স্টেশনে সিএনজি’র পাম্প মূল্য বর্তমান প্রতি কিউবিক মিটার ৪০ টাকা থেকে ৪৮ টাকা বৃদ্ধি করার প্রস্তাব করেছে। গ্যাস ভিত্তিক প্রয়োজনানুগ (ক্যাপটিভ) বিদ্যুৎ প্রকল্পসমূহের গ্যাসের মূল্য প্রতি কিউবিক মিটারে ৯ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ১৬ টাকা করার প্রস্তাব করেছে। একইভাবে শিল্প খাতে প্রাকৃতিক গ্যাসের মূল্য ৭ টাকা ৭৬ পয়সা থেকে বাড়িয়ে ১৬ টাকা করার প্রস্তাব করেছে। চা বাগান মালিকদেরও গ্যাসের মূল্য বিদ্যমান ৭ টাকা ৪২ পয়সা থেকে বৃদ্ধি করে ১২ টাকা ৮০ পয়সা দিতে হবে। : পক্ষান্তরে রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রো বাংলা ইতিমধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ন্যায় বৃহৎ প্রাকৃতিক গ্যাস গ্রাহকদের জন্য সম্ভাব্য গ্যাসের মূল্য বৃদ্ধির ব্যাপারে পৃথক প্রস্তাব পাঠিয়েছে। : উল্লেখ্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যথাক্রমে ১ মার্চ ও ১ জুন সকল ধরনের গ্রাহকদের জন্য সর্বশেষ প্রাকৃতিক গ্যাসের দাম ২২ দশমিক ৭০ শতাংশ বৃদ্ধি ও কার্যকর করে।  :

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 + 4 =