চিকিৎসা তার ব্যক্তিগত চিকিৎসকের অধীনে হওয়া উচিত : মওদুদ

0
3290

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য সরকার যে চিকিৎসার ব্যবস্থা করছে তা পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, তার পর্যাপ্ত চিকিৎসা কেবল ব্যক্তিগত চিকিৎসকের অধীনেই সম্ভব। চিকিৎসা তার ব্যক্তিগত চিকিৎসকের অধীনে হওয়া উচিত বলে আমরা মনে করি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফটকে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

মওদুদ আহমদ বলেন, জেল কোডে উল্লেখ করেছে কোনো কারাবন্দি অতীতে কোনো চিকিৎসকের অধীনে চিকিৎসা নিয়ে থাকলে সেই চিকিৎসকের অধীনে তিনি চাইলে চিকিৎসা নিতে পারবেন। কিন্তু এই সরকার আমাদের কোনো কথা শুনছে না তারপরও আমাদের দাবি ব্যক্তিগত চিকিৎসকের অধীনে তার চিকিৎসার সুযোগ দেয়া হোক। এতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রকৃত চিত্র জনসাধারণ জানতে পারবেন। খালেদা জিয়া অসুস্থ হওয়ার কারণ সম্পর্কে মওদুদ আহমদ বলেন, তাকে যে কারাগারে রাখা হয়েছে সেটি খালেদা জিয়ার বসবাসের উপযোগী নয়। সেটির পরিবেশ স্যাঁতসেতে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার ডিভিশন পাওয়ার কথা থাকলেও ডিভিশন দেয়া হয়নি। কারাগারে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না পেয়েই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে জামিন দেয়া উচিৎ বলেও মন্তব্য করেন মওদুদ আহমদ। এর আগে শনিবার সাড়ে ১১ টার দিকে পুরান ঢাকার কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেয়া হয়। সেখানে তার রক্তপরীক্ষা ও এক্স-রে করা হয়। খালেদা জিয়ার স্বাস্থ্যপরীক্ষা ঘিরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী হাসপাতাল ফটকে আসেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

13 + twenty =