প্রকাশ্যে গুলি করে হত্যা অপরাধ দমনে কঠোর পদক্ষেপই কাম্য

0
847

রাজধানীর বাড্ডায় এক যুবককে প্রকাশ্য দিবালোকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, এ ঘটনায় যে কোনো নাগরিকের উদ্বেগ বহুগুণে বাড়বে। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও হত্যাকা-ের ঘটনা ঘটলেও কতজন অপরাধী এবং অপরাধের মূল হোতাকে আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে, এটা এক বড় প্রশ্ন। বাড্ডার ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রীকে উদ্ধৃত করে খুনি নিহত আবুল বাশার বাদশাহকে ইয়াবা ব্যবসার জন্য বিভিন্ন সময় চাপ প্রয়োগ করত। সম্ভবত খুনি নিহত ব্যক্তিকে অপরাধমূলক কর্মকা-ে জড়াতে ব্যর্থ হয়েই এ হত্যাকা- ঘটিয়েছে। খুনি একাই কি ইয়াবা ব্যবসা বা অন্যান্য অপরাধমূলক কর্মকা- নিয়ন্ত্রণ করে? এ ধরনের অপরাধমূলক কর্মকা-ের নেপথ্যে একটি চক্র যে সক্রিয় থাকে তা সহজেই অনুমান করা যায়।

প্রশ্ন হল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি এ খুনের রহস্য উদঘাটনেই তাদের দায়িত্ব সীমিত রাখবে, নাকি উল্লিখিত অপরাধের মূলহোতাকেও চিহ্নিত করার চেষ্টা করবে? খুনির বেপরোয়া আচরণের রহস্য উদঘাটনের চেষ্টা করলেই যে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে, তাতে সন্দেহ কী? বাড্ডার ঘটনার খুনি অবশ্য ধরা পড়েছে। জনগণ একটু সাহসের পরিচয় দিলেই অনেক অপরাধীকে হাতেনাতে ধরা সম্ভব। জনগণ সোচ্চার হলে দুর্ধষ অপরাধীও ভয় পেতে বাধ্য। গত ৫ বছরে সারা দেশে ১৬ হাজারেরও বেশি খুনের ঘটনা ঘটেছে। উদ্বেগজনক তথ্য হল, আপনজন কর্তৃক সংঘটিত হচ্ছে খুনের মতো ঘটনা। বিভিন্ন সময়ে সংঘটিত এ ধরনের খুনের ঘটনা বিশ্লেষণ করলে এটাই স্পষ্ট হয় যে, ব্যক্তিগত ও পারিবারিক দ্বন্দ্বের কারণেই ঘটছে অবিশ্বাস্য এসব ঘটনা। বস্তুত মূল্যবোধের অবক্ষয়ের কারণেই সমাজে অস্থিরতা বাড়ছে। ফলে তুচ্ছ কারণে অসহিষ্ণু হয়ে খুনের মতো ঘটনাও ঘটাচ্ছে অপরাধপ্রবণরা। অপরাধীরা কী করে বেপরোয়া আচরণের সাহস পায়, সেই রহস্য উদঘাটনে যথাযথ পদক্ষেপ নেয়া দরকার। লক্ষ করা যায়, অপরাধীরা নানা কৌশলে পার পাওয়ার চেষ্টা করে থাকে। এক্ষেত্রে তারা যাতে সফল হতে না পারে এদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আইন প্রয়োগকারী সংস্থার কোনো সদস্য দুর্নীতির আশ্রয় নেয়ার চেষ্টা করলে এ বিষয়েও কঠোর পদক্ষেপ নিতে হবে। বিশেষজ্ঞদের মতে, সমাজে অপরাধের মাত্রা বৃদ্ধির অন্যতম কারণ মূল্যবোধের চরম অবক্ষয়। সব অপরাধীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার পাশাপাশি নৈতিকতার চর্চায় যথাযথ পদক্ষেপ নেয়া না হলে এক্ষেত্রে কাক্সিক্ষত ফল পাওয়া যাবে না।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

11 − five =