সরকারের নিজের ইচ্ছায় বেগম জিয়াকে চিকিৎসা দিয়েছে : রিজভী

0
484

চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসার ব্যাপারে বিএনপি কিছুই জানত না। সরকারের নিজের ইচ্ছায় আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বেগম জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যলয় থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে দাবী করেন রিজভী বলেন, আজকে বেগম জিয়াকে হাসপাতালে আনার ব্যাপারে আমার কিছুই জানতাম না ।

দশ-পনের মিনিট আগে জানতে পারি। গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে বেগম জিয়ার সাক্ষাতের সময় বেগম জিয়া ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে বিএনপি সূত্রে জানা গেছে। এদিকে, হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার চিকিৎসার জন্য ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ডে রয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুনও। অন্য তিনজন হলেন ডা. ফয়জুর রহমান, ডা. এম আলী ও ডা. এফ এম সিদ্দিক। সূত্র আরো জানায়, চিকিৎসকরা তার (খালেদা জিয়া) সঙ্গে কথা বলেছেন। সমস্যার কথা শুনে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএসএমএমইউ-তে আনা হয়। এ সময় খালেদা জিয়াকে পায়ে হেঁটে হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। পরে তিনি হাসপাতালে ৫১২ নম্বরে যান। সেখান থেকে তাকে নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

sixteen − three =