সাংবাদিকরা জাতির বিবেক আর সংবাদপত্র সমাজের দর্পন

0
1508
সাংবাদিকরা জাতির বিবেক আর সংবাদপত্র সমাজের দর্পন । সে মহান পেশাকে আজ কলঙ্কিত করছেন কিছু ভুয়া সাংবাদিক আর যে সংবাদপত্র সমাজের দর্পন সে সংবাদপত্রকে করছে কলংকিত কিছু ব্যাবসায়ী । সেরকম এক ভুয়া সাংবাদিক কুমিল্লার অপু । যে কিনা সিটিজি ক্রাইম টিভির পরিচয় দিয়ে সাংবাদিকতার সুযোগ করে দিবে বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে ।
সেরকম একটা প্রানের বাংলাদেশ নামক অখ্যাত পত্রিকা লাইম লাইটে আসার জন্য সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান ও টিভির বিরুদ্ধে মিথ্যা , বানোয়াট,ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সুনাম ক্ষুন্ন করছে । এই পত্রিকা সিটিজি ক্রাইম টিভির সাথে সংশ্লিষ্টতা নেই এমন কিছু ছবি এডিট করে নিউজ করছে যেটা তথ্য প্রযুক্তি আইনে অপরাধ । সে কারনে যে বা যাহারা এই কাজ করছে তাদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করা হবে । সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান সাংবাদিকদের নেতা একজন স্বনামধন্য সাংবাদিক । সিটিজি ক্রাইম নিউজের প্রকাশক , দৈনিক তাজা খবর এর মত বহুল প্রকাশিত পত্রিকার প্রকাশক ও বর্তমান সময়ের জনপ্রিয় টিভি সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান জনাব আজগর আলি মানিককে বেকায়দায় ফেলানোর জন্য এবং মান ক্ষুন্ন করার জন্য অত্র প্রতিষ্টানে কর্মরত সাবেক কিছু সাংবাদিক ঐ ভুয়া সাংবাদিকদের সাথে যোগ দিয়ে এই অপকর্ম গুলো চালাচ্ছে । যেটা মোটেও শোভনীয় নয় । তাই ঐ সকল ভুয়া সাংবাদিক ও ভুয়া পত্রিকার বিরুদ্ধে ইতি মধ্যে দুটি মামলা করা হয়েছে , আরও মামলা হচ্ছে । তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের আলোচিত প্রতারক নুরুল আবছার আনছারি, ঢাকার আলোচিত প্রতারক আবদুল্লাহ আল মামুন , কুমিল্লার আলোচিত প্রতারক আবদুল কাদের অপু , কথিত প্রানের বাংলাদেশ নামক অখ্যাত পত্রিকার ভুয়া সাংবাদিক সাইদুর রহমান রিমন । তাই এই ধরনের ঘৃন্য অপকর্মে না জড়ানোর জন্য অনুরোধ জানানো হচ্ছে । এর পর ও যদি এই ধরনের ভুয়া সংবাদ বা ব্যাক্তি এবং প্রতিষ্টানের বিরুদ্ধে কাল্পনিক গল্প তৈরী করে প্রকাশ করা হয় তাহলে আরো কঠোর আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

one × two =