সাতকানিয়ার মুজিবর চেয়ারম্যানের ইয়াবা ব্যবসায়ের ম্যানেজার সহ দুইজনকে আটক করেছে রাজধানীর পল্টন মডেল থানা পুলিশ

0
1002

সাতকানিয়া উপজেলার দু’যুবককে ইয়াবাসহ আটক করেছেন রাজধানীর পল্টন মডেল থানা পুলিশ। গত ১০ এপ্রিল সকালে অভিযান চালিয়ে ২ হাজার ৫শ পিচ ইয়াবাসহ তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের দক্ষিণ কুলসীর মৃত আহাম্মদ হোসেনের পুত্র মোঃ দিদার হোসেন (৩১) ও ডবলমুরিং থানার হাজী মাস্টার জানে আলমের পুত্র মাইনুদ্দিন মোঃ জাহেদ (৩৯)।

দীর্ঘদিন যাবত মুজিবর চেয়ারম্যান এই ইয়াবা ব্যবসার সাথে জড়িত। মুজিবর চেয়ারম্যানের শেল্টারে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ইয়াবা ব্যবসার সিন্ডিকেটেরা। মামলার এজাহারে তাদের বাড়ি চট্টগ্রাম নগরীতে উল্লেখ করা হলেও মূলতঃ তাদের বাড়ি সাতকানিয়া উপজেলায়। দিদার সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দাবিদার। সে সাতকানিয়া উপজেলা বিএনপির এক প্রভাবশালী নেতার পিএস ও দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন। থানা সূত্রে প্রকাশ, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২ হাজার ২শ পিচ ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ফকিরাপুল এলাকায় এক আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দিদার হোসেনের স্ত্রী সারমিন আক্তার পিংকী (২৪) কে ৩০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে এসব ইয়াবা ক্রয় করে ঢাকা নিয়ে আসে এবং পরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ১৬, তারিখ- ১০/০৪/২০১৮ ইং।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − 8 =