সোনারগাঁ জি.আর ইনস্টিউশন এর ভবন উদ্ধোদন ও বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন ২০১৮।

0
500

জাকিয়া সুলতানা: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভার ঐতিহ্যাসিক সোনারগাঁ জি.আর ইনস্টিউশন মডেল স্কুল এন্ড কলেজ এর গঙ্গাবাসী রামচন্দ্র পোদ্দার মেমোরিয়াল এর নতুন ভবনের উদ্ধোধন ও বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা পুরস্কার বিতরনী অনুষ্ঠান ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন জনাব লিয়াকত হোসেন খোকা মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসন। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহিনুর ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, মোঃ সাইফুল ইসলাম প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সোনারগাঁ, মোঃ জহিরুল হক বারদী ইউপি, জনাব ডাঃ এম এ আঃরউফ চেয়ারম্যান বৈদ্যারবাজার ইউপি মোঃ ইউসুফ দেওয়ান চেয়ারম্যান নওয়া গাঁও ইউনিয়ন, মোঃ মোশারফ ওমর চেয়ারম্যান,মোঃ মাদুদুর রহমান মাসুম চেয়ারম্যান পিরোজপুর ইউনিয়ন, জাহিদ হাসান জিন্নাহ চেয়ারম্যান সনমান্দি ইউনিয়ন হালিম শিকদার শিপলু চেয়ারম্যান জামপুর ইউনিয়ন। তাছাড়া এ সময় আরো উপস্থিত ছিলেন কমিশনার জায়েদা আক্তার মনি সোনারগাঁ পৌরসভা, জাহানারা আক্তার মানব অধিকার স্কুলের প্রধান শিক্ষক মোঃ সুলতান মিয়া ও সকল শিক্ষক শিক্ষিকা ছাএ ছাত্রী।

সভাপতিত্ব করেন জনাব মোঃ ফারুক হোসেন, সভাপতি গভর্নিংবডি সোনারগাঁ জি.আর ইনস্টিউশন। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব লিয়াকত হোসেন খোকা মাননীয় সংসদ সদস্য বলেন, সোনারগাঁয়ের প্রতিটি প্রাইমারি ও ম্যাধমিক বিদ্যালয়ে ১০০ভাগ পানি বিদ্যুৎ সরবারহ নিশ্চিত করছে আমাদের বর্তমান সরকার জি.আর এর প্রধান ফটক নিজ দায়িত্ব নিয়ে মেইন গেইট খুব তারাতারি তৈরি করে দিবেন বলে জানান। প্রতিটি ছাত্র ছাত্রীর মঙ্গল কামনা করেন। নতুন গঙ্গাবাসী রামচন্দ্র পোদ্দার মেমোরিয়াল ভবনের উদ্ধোধন করেন দোয়া মাহফিল ও কেক কেটে।বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

12 + seven =