আব্দুল্লাহ ও মেহেদীকে নগদ ৫০ হাজার টাকা তুলে দিয়েছেন সমজাকল্যাণমন্ত্রী

0
1744

সড়ক দুঘর্টনায় নিহত রাজীবের এতিম দুই ভাই আব্দুল্লাহ ও মেহেদীকে নগদ ৫০ হাজার টাকা তুলে দিয়েছেন সমজাকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এমপি। এসময় রাজীবের খালা ও মামা এতিম দুই ভাইয়ের সঙ্গে উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকালে রাজধানীর সমাজসেবা অধিদফতরে এ টাকা তুলে দেন মন্ত্রী।

সমাজকল্যাণমন্ত্রী তাদেরকে নগদ সরকারি আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি এতিম দুই ভাইয়ের পড়ালেখা বাবদ মাসিক কিস্তি প্রদানের ব্যাপারে এবং এতিম দুই ভাই যদি সরকারি শিশু নিবাসে থাকতে চায় তাহলে তাদের সেখানে থাকা খাওয়ার সুব্যবস্থা করার জন্য সমাজসেবা মহাপরিচালককে তৎক্ষণাৎ নির্দেশনা প্রদান করেন। মন্ত্রীর নিকট থেকে নগদ আর্থিক অনুদান নিতে গিয়ে রাজীবের খালা বাস চাপায় নিহত রাজীবের হত্যাকারী দুই বাস চালকের সর্বোচ্চ সাজা দাবী করে বলেন, ‘রাজীব অনেক কষ্ট করে পড়ালেখা চালিয়েছে। টিউশনী করে ছোট্ট দুই ভাইয়ের পড়ার খরচ বহন করেছে; অথচ নির্দয় বাস চালকের কারণে এতিম এই দুই ভাই আজ তাদের একমাত্র উপার্জনক্ষম ভাইকে হারিয়েছে। এই চালকদের সর্বোচ্চ সাজা যেন ঘটে এই শেষ প্রত্যাশা নিয়ে আমরা বেঁচে থাকবো।’ সমাজকল্যাণমন্ত্রী এসময় তাদেরকে শান্ত্বনা দেন ও দুই বাস চালকের সর্বোচ্চ সাজা প্রাপ্তির ব্যাপারে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। মন্ত্রী বলেন, ‘মেধাবী ছাত্র রাজীবকে যে বাস চালকেরা হত্যা করেছে তাদের বিচার করতে কোন অবহেলা মেনে নেয়া হবে না এবং হত্যাকারীদের সাজা পেতে যেন বিলম্ব না ঘটে তার জন্য সব ধরণের সহায়তার হাত বাড়াতে সমাজকল্যাণ মন্ত্রণালয় পিছপা হবে না।’ অনুদান প্রদানকালে সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মুহাম্মদ নুরুল কবির, আবু মোহাম্মদ ইউসুফ অতিরিক্ত সচিব ও পরিচালক (কার্যক্রম), জুলিয়েট বেগম পরিচালক (প্রশাসন ও অর্থ), মো. আব্দুল্লাহ আল মামুন পরিচালক (প্রতিষ্ঠান), বাংলাদেশ সমাজসেবা অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. ইকবাল হোসেন খান, মাহাসচিব মো. সাফায়েত হোসেন তালুকদার এসময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × 3 =