ফেনীর সাংসদ হাজী রহিম উল্লাহর গাড়িতে হামলা

0
1857

ফেনী প্রতিনিধি:

ফেনী-৩ আসনের স্বতন্ত্র সংসদ (সোনাগাজী-দাগনভূঞা) সদস্য সৌদি আরবস্থ জেদ্দা আওয়ামীলীগের সভাপতি হাজী রহিম উল্লার গাড়ীতে হামলা ও ভাংচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। একই সময়ে হামলাকারীরা বালু মহলের মাটি কাটার ২টি স্কেভটরে আগুন লাগিয়ে দেয়। শুক্রবার রাত ১২ টার দিকে সোনাগাজী উপজেলার মুহুরী প্রজেক্টের পুলিশ ফাঁড়ি সংলগ্ন স্থানে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতংক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

হামলায় সাংসদের ব্যক্তিগত ব্যবহ্নত ল্যান্ড ক্রুজার গাড়ীটি ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি স্কেভেটর পুড়ে যায়। খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ও এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংসদ কে উদ্ধার করে বাড়ীতে পৌঁছে দিয়ে ক্ষতিগ্রস্থ গাড়ীটি উদ্ধার করে সোনাগাজী মডেল থানায় নিয়ে যায়। সংসদ সদস্য হাজী রহিম উল্যাহ জানান, রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে হত্যা করতে পরিকল্পিতভাবে তার উপর হামলা করেছে। এ সময় তার দেহরক্ষী ও এলাকাবাসী প্রতিরোধের মুখে হামলাকারীরা নৌকা যোগে পালিয়ে যায়। এর আগেও তাঁকে হত্যা করতে বেশ কয়েকবার হামলা করা হয়েছে বলে তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানান। এনিয়ে হাজী রহিম উল্লাহ বিষয়টি রাস্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

1 × 3 =