রাজাপুরে পূর্বশক্রতার জের ধরে হামলায় নারী সহ আহত-৪

1
505

জাকির সিকদার:: ঝালকাঠির রাজাপুরে জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরধরে প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্র,নারী সহ ৪ জন আহত ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন সুমা বেগম (৩৫), মোস্তাফিজুর রহমান (৪১), নয়ন (১৪) ও নাসিমা বেগম (৪২)।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার দক্ষিন রাজাপুর মোস্তাফিজুর রহমান জাকিরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই মোস্তাফিজুর রহমান জাকির বাদী হয়ে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ইয়াকুব আলীর ছেলে মোঃ কামরুল হোসেন (২৮) , রাজাপুর সদর ইউনিয়নের দক্ষিন রাজাপুর গ্রামের জব্বার হাওলাদারের ছেলে মোঃ সেলিম হাওলাদার(৩৮), মোঃ নুরু ওরফে মামুনের স্ত্রী মোসাঃ খাদিজা বেগম (২২), আঃ হাকিমের স্ত্রী মোসাঃ হাজেরা বেগম (৪২), মেয়ে মোসাঃ বানি আক্তার (১৯), মোঃ সেলিমের স্ত্রী রেকসোনা (২৮), মৃত আলী আজমের মেয়ে মোসাঃ মজিতন বেগম (৫৫), মৌজে আলীর ছেলে মোঃ নুরু ওরওফ মামুন(৩৫) ও বড়ইয়া ইউনিয়নের মালেক হাওলাদারের ছেলে নান্টু (৩৫) এ ৯জনের নাম উল্লেখ করে আরো ৩/৪ জনকে অজ্ঞাত রেখে রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রকাশ, বিবাদীরা একই এলাকায় পাশাপশি ঘরে বসবাস করে। জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিবাদীদের সাথে বিরোধ চলে আসছিল এবং বিজ্ঞ আদালতে দেওয়নী মামলা চলমান। বিবাদীরা ঐ পূর্বশত্রুতার জেরধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বেআইনী ভাবে জনতাবদ্ধে দেশীও অস্ত্র সহ লাঠি সোটা নিয়ে মোস্তাফিজুর রহমানের ঘরের সামনে আসিয়া তার উপর আক্রমন করে। এ সময় তার (মোস্তাফিজুর রহমান) ছেলে নয়ন ও তার চাচী নাসিমা তাকে রক্ষা করতে আসলে বিবাদী কামরুলের হাতে থাকা দাও দিয়ে হত্যার উদ্দেশ্যে নাসিমার মাথায় আঘত করে। এসময় সেলিম, খাদিজা, নান্টু ও হাজেরা তাদের হাতে থাকা লাঠি দিয়ে নয়নকে এলোপ্যাথারি পিটিয়ে সমস্ত শরীর ফুলা জখম করে। নাসিমা বেগমকে রক্ষা করতে সুমা আক্তার এগিয়ে আসলে কামরুল ও নান্টু তাকে শ্লীলতাহানী ঘটায় এবং সুমার গলায় থাকা লকেট সহ স্বর্নের চেইন বিবাদী বানি আক্তার সিনিয়ে নেয় যার মূল্য ৭২ হাজার টাকা। এসময় তাদের ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে অসলে বিবাদীরা খুন জখম সহ মিথ্যা মামলায় জড়ানো হুমকি দিয়ে পারিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নয়ন ও নাসিমাকে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। এ ব্যপারে রাজাপুর থানা অফিসার ইনচর্জ শামসুল আরেফিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

8 + twelve =