সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মাশিকুল নিজের অপকর্ম ডাকার জন্য বিভিন্ন কৌশল

0
709

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ থানার বিতর্কিত দারোগা এএসআই মাশিকুল নিজের অপকর্ম ডাকার জন্য বিভিন্ন কৌশল অবলম্ভন করছে বলে জানা যায়। জানা যায়, এএসআই মাশিকুল সিদ্ধিরগঞ্জ থানায় যোগদান করার পর থেকে বিভিন্ন অপরাধীদের সাথে হাত মিলিয়ে এক অপরাধ রাজ্য গড়ে তোলেন। মাশিকুল নিজের দায়িত্বে কথা ভুলে নিজের স্বার্থে কথা চিন্তা করে শুরু করে সামারী। বিনা কারনে সাধারন মানুষকে হয়রানি করে লক্ষ লক্ষ টাকা সামারী করে ব্যাপক আলোচিত হয়েছেন তিনি। গত কিছুদিন আগে সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় মেয়ে দিয়ে ব্ল্যাক-মেইলিং করতে গিয়ে এলাকাবাসী হাতে আটক হয় এএসআই মাশিকুল। জেলা পুলিশ তাকে প্রত্যাহার করে নিলেও রহস্যজনক কারনে মাশিকুল বহাল তবিয়তে। নাম প্রকাশ না করা শর্তে জানান মাশিকুল নারায়নগঞ্জ মহানগর এক আওয়ামীলীগ নেতার কাছে গিয়ে নিজের বিষয়ে তৎবির করেন।

মাশিকুল জেলা পুলিশ প্রত্যাহার করলেও সে এখনো বেপরোয়া ভাবে চলাফেরা করছে। এই সামারীবাজ দারোগা মাশিকুলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন সিদ্ধিরগঞ্জ থানা এসআই। তারা বলছেন মাশিকুল যোগদান করার পর থেকে বিভিন্ন অপকর্ম করছে এমনটাই শুনা যাচ্ছিল বেশী। মাশিকুল বিভিন্ন মাদক স্পট থেকে মাসিক মাসোয়ারা পেতেন। সচেতন মহল বলেন, যেহেতু সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মাশিকুলকে নিয়ে একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে গেছে তাই জেলা পুলিশের উচিৎ হবে তাকে অন্য কোথাও বদলী করা। এতে সাধারন মানুষের মনে পুলিশের প্রতি আস্থা আসবে। মাশিকুল এখন নিজেকে বাচানো জন্য বিভিন্ন আওয়ামীলীগ নেতার ধারে ধারে ঘুরছে। এতে করে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই অতি দ্রুত অভিযোক্ত দারোগা এএসআই মাশিকুলের বিরুদ্ধে ব্যবস্থা করে আইনের শাসন রক্ষা করবেন এমনটাই প্রত্যাশা, আইন সবার জন্য সমান। নারায়নগঞ্জ পুলিশ সুপার মহোদয় মাশিকুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন তাই দেখবেন নারায়নগঞ্জের মানুষ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − 17 =