মানি না, মানব না এগুলোই হচ্ছে বিএনপির স্লোগান : কাদের

0
637

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া খুলনা সিটি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সবাই বলছে একটা ভালো নির্বাচন হয়েছে। শুধু একটা দল এর বিরোধিতা করছে, বিএনপি। এই দলের নামই হচ্ছে মানি না, মানব না। বুধবার রাজধানীর মিরপুরে মনিপুর স্কুল অ্যান্ড কলেজের এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার পদত্যাগ দাবি করেন। এর সমালোচনা করে কাদের বলেন, খুলনার জনগণ খালেককে ভোট দিয়েছে, আর তারা সেটা প্রত্যাখ্যান করেছে। প্রেস ব্রিফিং করে মিথ্যাচারের ভাঙ্গা রেকর্ড বাজানো আর বিদেশিদের কাছে নালিশ দেওয়া ছাড়া তাদের করার কিছু নেই। আজকে খুলনা সিটি নির্বাচনে জনগণের ভোট যারা প্রত্যাখ্যান করেছে, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল বিভাগ থেকে জামিন পাওয়ায় বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত সাজা দিয়েছে, আদালত জেলে পাঠিয়েছে, আদালতই তাকে জামিন দিয়েছে। সেখানে আমাদের বলার কিছু নেই। তবে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থানের পরিবর্তন হবে না। মনিপুর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক রাশেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্থানীয় সাংসদ কামাল আহম্মেদ মজুমদার। মঙ্গলবার খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ভোটে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। ২৮৬টি কেন্দ্রের ঘোষিত ফল অনুযায়ী, খালেক পেয়েছেন এক লাখ ৭৪ হাজার ৮৯১ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঞ্জু পেয়েছেন এক লাখ ৯ হাজার ২৫১ ভোট। তিন কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছিল।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 − one =