পাবলিকের ট্যাক্সের টাকা দিয়া কেন আমলাদের বিশেষ ভাতা দিয়ে খুশী রাখতে হবে

0
1219

মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সচিব পদ মর্যাদার কর্মকর্তাদের মোবাইল ফোনের দাম ৬০ হাজার টাকা বাড়ানো হয়েছে। আগে এসব কর্মকর্তাদের মোবাইল ফোনের জন্য বরাদ্দ ছিল ১৫ হাজার টাকা। পাশাপাশি তাদের মোবাইল ফোনের বিলও করা হয়েছে আনলিমিটেড।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় ‘সরকারি টেলিফোন, সেলুলার, ফ্যাক্স ও ইন্টারনেট নীতিমালা-২০১৮ এর খসড়া’ শীর্ষক এই প্রস্তাব অনুমোদন পেয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।

তিনি লিখেছেন- বাড়ি কেনার জন্য পঁচাত্তর লাখ টাকা, গাড়ি কেনার জন্য তিরিশ লাখ টাকা এইবার স্মার্টফোন কেনার জন্য পঁচাত্তর হাজার টাকা। এরা পাইছেটা কী? পাবলিকের ট্যাক্সের টাকা দিয়া কেন আমলাদের বিশেষ ভাতা দিয়ে খুশী রাখতে হবে? এইটা দেয়ার পারমিশন কে দিছে সরকারকে? রাষ্ট্রের চাকুরে দেখতেছি রাষ্ট্রের মালিক হইয়া বইসা গেছে। আর আমরা যারা আসল রাস্ট্রের মালিক তারা ভোটের অধিকার পর্যন্ত হারায়ে বসে আছি। এইটা আর রাষ্ট্র আছে কি?

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen + eleven =