হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ ইয়াছিনুল হক এর কুঠির জোর কোথায়

0
682

পুলিশের একটি প্রবাদ আছে যে, “পুলিশই জনতা, জনতাই পুলিশ”, এই কথা বাংলাদেশ পুলিশের মূলনীতি থাকলেও হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক আছেন এই শ্লোগানের বিপরীত মুখী। একজন পুলিশ অফিসারের কারণে পুলিশ বাহিনীর সুনাম নষ্ট হইতে পারে না। আমার সম্পাদকীয় অপরাধ বিচিত্রার হবিগঞ্জ প্রতিনিধিকে একাধিক মামলার আসামী করাইয়াছেন।

উক্ত ওসি সাহেব যেমন কথা বলেন, তেমনি কাজ করেন। উনি বলছিলেন আমার প্রতিনিধিকে এক ডজন মামলার আসামী করবেন। তারই ধারাবাহিকতায় অদ্যাবধি পর্যন্ত আমার প্রতিনিধির বিরুদ্ধে যে ৪টি মিথ্যা ও কাল্পনিক মামলা করাইয়াছেন তাই উক্ত সংবাদ পত্রে উল্লেখ করা হইল। আমার হবিগঞ্জ প্রতিনিধি বিগত ০৮/১২/২০১৬ইং তারিখে তাহার ভাতিজী মোছাঃ হাজেরা খাতুন তাহার সাংসারিক ঝামেলার কারণে তাহার স্বামী ও শাশুড়ীর বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় ওসি বরাবরে একখানা এজাহার দায়ের করিয়াছিলেন। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমার অপরাধ বিচিত্রা হবিগঞ্জ প্রতিনিধি বিগত ১০/১২/২০১৬ইং তারিখে উক্ত অভিযোগ সম্পর্কে খোঁজ নিতে চাহিলে ওসি সাহেব আমার সম্পাদকীয় প্রতিনিধি এর সঙ্গে খুবই খারাপ আচরন করেন। পরবর্তিতে আমার প্রতিনিধি মাননীয় ডিআইজি সিলেট রেঞ্জ ও পুলিশ সুপার হবিগঞ্জ বরাবরে ওসি সাহেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিলে ওসি সাহেব আমার প্রতিনিধির উপর ভীষণ ভাবে ক্ষিপ্ত হন। উক্ত আক্রোশের ধারাবাহিকতায় বিগত ৩১/০৩/২০১৭ইং তারিখে সদর উপজেলার লুকড়া গ্রামের আব্দুল আওয়াল ওরফে কালাই মিয়াকে বাদী করিয়া একটি মিথ্যা ও কাল্পনিক ঘটনা সাজাইয়া আমার প্রতিনিধির বিরুদ্ধে জি.আর. মামলা নং-১১৫/১৭ইং দায়ের করাইয়া আমার প্রতিনিধিকে গ্রেফতার করিয়াছিলেন। এরেই পরিপ্রেক্ষিতে আমার প্রতিনিধি হবিগঞ্জ জেলা কারাগারে থাকা সত্ত্বেও বিগত ০৪/০৪/২০১৭ইং তারিখে লুকড়া গ্রামের ইউনুছ আলীকে বাদী করিয়া আরেকটি মিথ্যা মামলা দায়ের করেন। যাহার সি.আর মামলা নং-১৯৯/১৭ইং। তৎপর বিগত ১০/০৪/২০১৭ইং তারিখে রিচি গ্রামের আলমগীর মিয়াকে বাদী করিয়া আরেকটি মিথ্যা ও কাল্পনিক মামলা করান, যার সি.আর. মামলা নং-২২২/১৭ইং। আমার প্রতিনিধি উক্ত মামলাগুলোতে মাননীয় বিজ্ঞ আদালতে হাজির হইয়া জামিনে আছেন। আমার প্রতিনিধির বিরুদ্ধে ৩টি মামলা করানোর পরও ওসি ইয়াসিনুল হক ক্লান্ত হননি। সর্বশেষ বিগত ১০/০৪/২০১৮ইং তারিখে বড় বহুলা গ্রামের একটি নষ্ট মেয়ে যার নাম কল্পনা আক্তার পারভিন (যার ইতিপূর্বে ৩/৪টি বিবাহ হয়েছে), সেই মেয়েকে দিয়ে বাদী বানিয়ে আমার প্রতিনিধির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল হবিগঞ্জে আরেকটি মামলা দায়ের করান। যার মামলা নং-৩৫৮/১৮ বিজ্ঞ আদালত ওসি হবিগঞ্জকে তদন্ত প্রতিদেন দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত মামলাটি ওসি ইয়াসিনুল হকের কাছে তদন্তাধীন রহিয়াছে। যাহা তদন্ত চলিতেছে। উক্ত মামলাটি আমার প্রতিনিধি ন্যায় বিচার থেকে নিশ্চিত বঞ্চিত হইবে বলে আমার প্রতিনিধি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের আইজিপি মহোদয় বরাবরে লিখিত আবেদন করেন। উক্ত আবেদন অদ্যাবধি কোন অবস্থায় আছে আমার প্রতিনিধি অবগত নন। আরও উল্লেখ্য যে, হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াসিনুল হক আমার প্রতিনিধির বিরুদ্ধে কোন রকম তদন্ত ছাড়াই ইতিপূর্বেও ২টি মামলার প্রতিবেদন দাখিল করিয়াছেন এবং মিথ্যা কাল্পনিক ৪টি মামলা করাইয়াছেন, যাহা ওসি ইয়াসিনুল হক আন্ডারগ্রাউন্ডে থাকিয়া পরিচালনা করিতেছেন। আরও বিভিন্ন মামলা মোকদ্দমায় আমার প্রতিনিধিকে জড়াইতে পারেন বা আমার প্রতিনিধিকে বা আমার প্রতিনিধির পরিবারের যেকোন সদস্যকে যেকোন সময় ভাড়াটিয়া খুনীদেরকে দিয়ে খুন করাইতে পারেন। উক্ত সংবাদটি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

four × 1 =