পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

0
413

চাঁদপুর শহরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইউনুস মিজি নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বুধবার ভোররাতে শহরের পুরানবাজারে পূর্ব শ্রীরামদী বালুর মাঠ এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত ইউনুস একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি রামদা ও গুলি এবং শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়েছে দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ওয়ালী উল্লাহ বলেন, মাদকের একটি বড় চালান নিয়ে কতিপয় ব্যক্তি পূর্ব শ্রীরামদী বালুর মাঠে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশের টহলদল সেখানে যায়। এ সময় পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীরা। এই ঘটনায় আহত অবস্থায় একজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওসি আরো বলেন, পরে আমরা নিশ্চিত হয়েছি নিহত ব্যক্তি শহরের পুরানবাজারের শীর্ষ মাদক ব্যবসায়ী ইউনুস মিজি (৪০)। তাঁর বাড়ি পুরানবাজারের মধ্য শ্রীরামদী এলাকায়। বাবা মৃত আব্দুল মজিদ মিজি। তিনি বলেন, ‘ইউনুস মিজির বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। পূর্ব শ্রীরামদী বালুর মাঠের ঘটনার পাঁচ পুলিশ সদস্য আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।’ প্রসঙ্গত, চলমান মাদকবিরোধী অভিযানে এই নিয়ে কথিত বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 + 11 =