রূপসায় বোরো ধান নিয়ে চাষীরা বিপাকে

0
465

রেজাউল ইসলাম তুরান: খুলনার রূপসায় বোরো ধান নিয়ে বিপাকে পড়েছে চাষীরা। তাদের মুখে নেই ঈদের আনন্দ। এ বছর যারা ধান চাষ করেছে তাদেরকে দেওয়া হচ্ছে না ন্যায্য মূল্য। উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায় সরকার নির্ধারিত যে ধানের মূল্য ১০৪০ টাকা করা হয়েছে তা বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৬৮০ টাকা। তাও আবার বাকিতে। এছাড়া প্রতি বস্থায় জোর পূর্বক ধান বেশি নেওয়া হচ্ছে। যেখানে ডিজিটাল স্কেল ব্যবহার করার কথা থাকলেও নিয়ম নীতির তোয়াক্কা না করে ত্রুটিপূর্ণ কাটার পালা ব্যবহার করা হচ্ছে। আড়তদাড়দের এসব অপকর্ম দেখার কেউ নেই।

 

এ নিয়ে জিয়াউর রহমান নামের এক কৃষক অভিযোগ করে বলেন আমি আলাইপুর হাটে ধান বিক্রি করার জন্য জনঐ ব্যক্তির কাছে গেলে তিনি ধান মাপার সময় আমার কাছ থেকে প্রতি বস্তায় ২ থেকে ৩ কেজি ধান বেশি নেয়। আমি এর প্রতিবাদ করতে গেলে আড়তদার আমাকে জোড় গলায় বলে এভাবে বিক্রি করলে করো না হলে ধান ফিরিয়ে নিয়ে যেতে পার। একই ভাবে সুবোধ, আব্দুল্লাহ, রহমান, জামাল, মিজান এরাও একই অভিযোগ করেন। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইলিয়াছুর রহমান বলেন বিষয়টি মনিটরিং এবং প্রয়োজনে জেল জরিমানা করা হবে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

twelve + one =