গণতন্ত্র থেকে আ’লীগ হাজার মাইল দুরে- বরকত উল্যাহ বুলু

0
468

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যা বুলু বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনের জন্য ও গণতন্ত্রের জন্য আ’লীগের জন্ম হলে বর্তমানে এই দলের নেতাকর্মীরা তা থেকে হাজার মাইল দুরে অবস্থান করছে। তিনি আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর হাত ধরে আওয়ামী মুসলিমলীগের জন্ম হয়েছিলো। সেই আওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের প্রতি অনুরোধ করবো, যেই কারনে আ’লীগের জন্ম তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনার আত্মজীবনীতে তা লেখে গেছেন। সত্যিকার অর্থ আ’লীগের জন্ম যেই কারনে সেই দিকে আপনার ফিরে আসুন। তিনি বলেন, বিনা ভোটে তারা আজ ক্ষমতা বসে আছে। অর্থনীতির মুক্তি, লুটের সরকার, আগামী নিবার্চনের মানুষ তার থেকে মুক্তি চায়।

বরকত উল্যাহ বুলু শনিবার সন্ধায় নোয়াখালীর বানিজ্য শহর চৌমুনীতে ব্যবসায়ী সমিতির সহ -সভাপতি জেলা বিএনপির সদস্য ভিপির কবির উদ্দিনের কবর জিয়ারত পরিবারে সমবেদনা জানানোর পরবর্তী দলীয় নেতাকর্মী শুভেচ্ছা বিনিময় ও উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপ কালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা নেত্রী শামীমা বরকত লাকী, ব্যবসায়ী সমিতির সভাপতি হুময়ান কবির, বিএনপির নেতা মাহফুজুল হক আবেদ, চেয়ারম্যান হারুনুর রশিদ বাচ্ছু, হাজী আহছান উল্যা, ছাত্রদলের নেতা রুস্তম আলী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাহারসহ সঙ্গসংঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

5 + fifteen =