গৃহবধু নিশি হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ

0
878

এস এম আওলাদ হোসেন‍ঃ যৌতুকের টাকা না পাওয়ায় গৃহবধুকে শারীরিকভাবে নির্যাতন করে হত্যার অভিযোগে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। শুক্রবার বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট বাজারে প্রভাত সংগঠনের আয়োজনে ও বন্ধুত্বের বন্ধন সোসাইটি, হাওলাদার স্পোটিং ক্লাব, পালেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফোরাম, প্রভাত, অগ্রযাত্রা ব্লাড ব্যাংক।এর সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রভাত সংগঠনের সভাপতি মোরসেদ কামাল এর সভাপতিত্বে ও রায়হান হোসেন সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, পালেরহাট স্কুলের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন খান, বিশিষ্ঠ সমাজসেবক নাজমুল করিম টিপু,বিশিষ্ঠ সমাজসেবক এ,কে,এম ফরিদ উদ্দিন, , মাহমুদুল হাসান, প্রভাতের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম রিয়াজ,ইউনিয়ন যুবলীগ সেক্রেটারী রনি, বন্ধুত্বের বন্ধন সোসাইটির সভাপতি জি,এ সাজু,সহ-সভাপতি আবুল কাশেম মোহন,হাওলাদার স্পোর্টিং ক্লাবের সভাপতি হামিদুর রহমান বাবু,অগ্রযাত্রা ব্লাড ব্যাংকের সৈয়দ নূর হোসেন ফাহাদ প্রমুখ। উল্লেখ্য, যৌতুকের টাকা না পাওয়ায় কামরুন নাহার নিশি (২২) কে গলায় রশি পেছিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনায় পর হাসপাতালে লাশ রেখেই স্বামী মেহেরাব হোসেন শুভ ও শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। ময়নাতদন্ত শেষে সোমবার (১৮ জুন) সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের হেতিমপুর গ্রামে নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। এর আগে গত শনিবার দুপুরে (ঈদুল ফিতরের দিন) অসুস্থ্যতার কথা বলে গৃহবধুকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায় শ্বশুর বাড়ির লোকজন। পরে তাকে ঢাকা মেডিকের হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তার গলায় রশি পেছানোর কালো চিহ্ন রয়েছে। নিহত গৃহবধু একই ইউনিয়নের হেতিমপুর গ্রামের প্রবাসী আবুল হাসনাত কাইয়ুমের মেয়ে। অভিযুক্ত স্বামী মেহেরাব হোসেন শুভ লক্ষ্মীপুর পৌর শহরের বিসিক শিল্পনগরী এলাকার নাজমা ম্যানশনের তোফায়েল আহমেদের ছেলে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

seventeen − six =