উজিরপুরে লিগ্যাল এইড কর্তৃক বিকল্প বিরোধ নিষ্পত্তি সফলতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

0
806

উজিরপুর প্রতিনিধি ঃ উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে যাচ্ছে দেশ-প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে সরকারি আইনি সহায়তা কার্যক্রম বিষয়ে সচেতনতা সৃষ্টি, উপজেলা ও ইউনিয়ন কমিটি সক্রিয়করণ এবং জেলা লিগ্যাল এইড অফিস কর্তৃক বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির সফলতা বিষয়ক সেমিনার উপজেলা অডিটরিয়াম হলরুমে শনিবার দিনন্যাপী অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি সিনিয়র দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা দায়রা জজ (নারী শিশু ট্রইবুনাল) মোঃ আবু শামিম আহমেদ, জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার, সহকারী পুলিশ সুপার আক্রামুল হোসেন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিশির কুমার পাল। সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বাংলাদেশ সরকারের অর্থায়নে লিগ্যাল এইডের সেবা সমাজের সাধারণ মানুষের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য সবাইকে সচেতন করার জন্য আহবান জানান।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three × two =