“চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”

0
891

তাসমিয়া জেসমিন ঃ মাদক নির্মূলে সারা দেশে চলছে শাড়াঁষী অভিযান। মাদক মুক্ত বাংলাদেশ গড়ার ধ্রীড় প্রত্যয়ে সরকার কঠোর পদক্ষেপ গ্রহন করেছেন। সরকারের সৎ ইচ্ছা এবং ডিজিটাল উন্নয়নশীল স্বপ্নের দেশ বাংলাদেশকে মাদক মুক্ত করার লক্ষে ডিআইজি প্রধান “চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” চ্যালেঞ্জ গ্রহন করেছেন। স্বপ্ন পুরণের জন্য ধারাবাহিক ভাবে চলছে অভিযান। রাজধানী ঢাকার হুল আলোচিত মাদকের ঘাটি নামে খ্যাত এরিয়াগুলোর মধ্যে পল্টন, মতিঝিল, মুগদা, খিলঁগাও, সবুজবাগ, শাহজাহানপুর, জিআরপি থানা অন্যতম।

মাদক নির্মূলে অত্র থানা এরিয়ায় কিছু দিন পর পরই চলছে অভিযান। অদ্য ৩/৬/২০১৮ইং অভিযান চালিয়ে নেশাদ্রব্য এবং ব্যবর্হায্য জিনিস শাজাহানপুর থানায় টিটিপাড়া সুইপার কলোনী ও আশ-পাশ এরাকায় আশিজন ফোর্সের মাধ্যমে ১৮জন আসামী চোলাইমদ ৫২ লিটার, ইয়াবা-৪২ পিজ,গাজাঁ-১ কেজি, পল্টন থানার নাট্যমঞ্চ ও স্টেডিয়াম এলাকায় ৬৫ জন র্ফোস ২৪ জন আসামী ৫৩ পিজ ইয়াবা,৫০ গ্রাম গাজাঁ,খিলগাঁও থানার গোড়ান এলাকায় ৬০ জন র্ফোস ৪ জন আসামী,৮৪০ ক্যান বিয়ার,১০০০ পিজ ইয়াবা ও ১ টি প্রাইভেট কার এবং মুগদা থানার মান্ডা, মানিকনগর ও আশ-পাশের এলাকা থেকে ৬০ জন ফোর্স নিয়ে ৫ জন আসামী,৭ ক্যান বিয়ার ,৫০ পিজ ইয়াবা এবং সর্বমোট ২৬৫ জন আসামী ,চোলাইমদ-৫২ লিটার, ইয়াবা-২৪৫ পিজ,গাজাঁ-১কেজি ৫০০ গ্রাম,বিয়ার-৮৪৭ ক্যান,ও ইট প্রইভেটকার জব্দ করা হয়। এই সময় ডিসি হেড কোয়াটার আশরাফুজ্জামান, ডিসি মতিঝিল, এডিসি মোনালিসা, ওসি মুগদা, ওসি শাহজাহান পুর, ওসি খিলঁগাও, ডিবি, এসবি, ডিএমপি ডগস্কোয়াড সহ তাদের বিশাল সদস্য নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে ডিসি হেড কোয়াটার বলেন এলাকা মাদক মুক্ত করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। শেখড় থেকে নিমূল করার জন্য চাহিদা, উৎপাদন, বাজারজাত করণ খতিয়ে মাদক বিনাস করা হবে এবং পাশা-পাশি এলাকাবাসী এবং বিভিন্ন এনজিও সংস্থাগুলোকে আহবান জানান। মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীগণকে আইনের আওতায় শাস্তি ও চিকিৎসার ব্যবস্থা করবেন। আর এই ভাবে কঠোর অভিযানের মাধ্যমে মাদক যুদ্ধে জয়ী হবেন বলে জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

18 − 8 =