বাঘায় প্র‌তিপ‌ক্ষের শত্রুতায় প্রান গেল গা‌ছের !

0
710
বাঘায় জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আসাদুজ্জামানের কৃষি খামার বাড়ির আমগাছ ও লিচুগাছসহ শতাধিক কলা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষকের বিরুদ্ধে এ অভিযোগ আসাদুজ্জামানের। বুধবার (১১-০৭-১৮) রাতে উপজেলার জোতকাদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সরেজমিন বৃহসপতিবার ঘটনাস্থরে গিয়ে এ চিত্র দেখা গেছে। শত্রুতায় গাছগুলো কেটে ফেলা হয়েছে দাবি করে, মালিক আসাদুজ্জামান জানান, জমি-জমা নিয়ে প্রতিপক্ষ খোশ মোহাম্মদের সাথে মামলা মোকাদ্দমা চলছে।
ইতিমধ্যে সে ও তার লোকজন কয়েকবার বাড়িঘরেও হামালা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। এনিয়ে দু পক্ষের পৃথক পৃথক মামলা হয়েছে। সর্বশেষ বুধবার রাতে প্রতিপক্ষ খোশ মোহাম্মদ ও তার লোকজন কৃষি খামার বাড়ি ভাংচুর ও আমগাছ,লিচুগাছসহ শতাধিক কলা গাছ কেটে ব্যাপক ক্ষতি সাধন করেছে। এতে তার প্রায় ২লক্ষ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, পুলিশের নিরব ভুমিকায় প্রায় ২মাস ধরে হামালা ,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটছে। যার স্বীকার হচ্ছে নিরীহরাও। খোশ মোহাম্মদ জানান,এমন বিষয়টি তার জানা নেই। বাঘা থানার অফিসার ইনচার্জ রেজাউল হাসান জানান,জমি জমার দ্বন্দ্বে মামলা আছে জানি। কিন্তু রাতের ঘটনা তার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান ওসি।
Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 − 11 =