আজ ১৪ জুলাই ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের রথ মেলা উৎসব

0
1283

আমির হামজা: আজ ১৪ জুলাই শনিবার বিকেলে ৪শ বছরের পুরনো ধামরাইয়ে রথটান উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে দক্ষিন এশিয়ার অন্যতম ৯ দিনের রথমেলা । তবে এ,মেলা চলবে প্রায় এক মাস ব্যাপী । ঢাকার অদুরে ধামরাইয়ে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে ও পায়রা উড়িয়ে হিন্দু সম্প্রাদয়ের বৃহত্তম যশোমাধব রথমেলা উদ্বোধন করবেন ঢাকা ২০ আসনের এম পি এম এ মালেক। মেজর জেনারেল (অব: ) জীবন কানাই দাস এর সভাপতিত্বে রথমেলা উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন ঢাক জেলা প্রশাসক , পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ও বি এন পির জাতীয নিবার্হী কমিটির সদস্য ও উপজেলা পরিষদের চোরম্যান আলহাজ¦ তমিজ উদ্দিন। সনাতন ধর্মাম্বলী হিন্দুসম্প্রাদয়ের ঐতিহ্যবাহী রথ উৎসবকে কেন্দ্র করে গোটা নগরী উৎসবের নগরীতে পরিনত হয়েছে । ইতি মধ্যে ধামরাইয়ের ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ধমীয় উৎসব শ্রী শ্রী যশোমাধব রথযাত্রা যোগ দিতে দেশী বিদেশী পর্যটক আসতে শুরু করেছে । বণার্ঢ্য আয়োজনের মধ্যে দিয়ে লাখো জনতার পদচারণায় মেলায় পরিনত হয়ে উঠবে এ উৎসব । ইতিমধ্যে ঐহিত্যর ধারক ও ইতিহাসের আর্বতে ঘেরা ঢাকার অদুরে প্রাচীন জনপদ ধামরাইয়ের রথমেলায় সহ¯্রাধিক বিভিন্ন শ্রেনীর ষ্টল বসেছে ।

রথমেলায় আগতদের আনন্দ দিতে গ্রাম বাংলার লোকজ সংস্কৃতি সার্কাস ,পুতুল নাচ মৃত্যু কুপ , দোলনাসহ শিশুদের জন্য নানা রকমের বিনোদনের ব্যাবস্থ্যা রয়েছে । ইতিহাস থেকে জানাযায় ১০৭৯ সালে প্রথম জৈনক জীবন রায় মৌলিকের প্রতিষ্ঠিত বাঁশের তৈরি রথে বিষ্ণু মুর্তিসহ বিভিন্ন দেবতার প্রতিকৃতি চড়িয়ে রথযাত্রা শুরু হয় । পরর্বতীতে বাংলা ১২০৪ সালে তৎকালীন ঢাকা জেলার অন্তর্গত (বতমার্ন মানিকগঞ্জ ) বালিয়াটির জমিদারগন ৪০ ফুট প্রস্থ ৭৫ ফুট উচ্চতা ৩ তলা বিশিষ্ট ৯ প্রকোষ্ট ৯ মাথা বিশিষ্ট সৌন্দর্য শৈলির নানা কার্য্য খঁচিত যশোমাধব করেন । যা পুরির জগন্নাথ ছাড়া এতবড় রথ আর কোথাও ছিলনা । স্বাধীনতার যুদ্বের পুর্ব পযর্ন্ত এ রথপরিচালনার দায়িত্ব পালন করেন টাঙ্গাইলের বিখ্যাত দানবীর রনদা প্রশাদ সাহা । ১৯৭১ সালের ৯ এপ্রিল যশোমাধব রথটি বর্বর পাকহানাদার বাহিনী দেশীয় দালালদের সহযোগীতায় আগুন দিয়ে পুড়িয়ে দেয় । ১৯৭৪ সালে বৃহৎ রথের আদলে ছোট পরিসরে যশোমাধব রথ তৈরি করতে শুরু হয় পুনরায় রথ উৎসবের নবযাত্রা । বাংলাদেশ ও ভারত জনসাধরনের মধ্যে সম্পর্ক অটুট রাখতে ও ধামরাইয়ে হিন্দু সম্প্রাদয়ের দাবির প্রেক্ষিতে ২০১০ সালে বাংলাদেশস্থ ভারতীয় দুতাবাসের তত্ববধানে এক কোটি টাকা ব্যয়ে পুরনো রথের আদলে নতুন রথ তৈরি করেন । এ,নতুন যশোমাধব রথ দিয়েই ৮ম বার ধামরাইয়ে রথযাত্রা উৎসব এবার পালিত হচ্ছে । ইতি মধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছেন ঢাকা জেলা প্রশাসন ও রথ কমিটি । আগামী ২২ জুলাই রবিবার উল্টো রথ টানের ম্যাধমে যশোমাধবের রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে ।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

three + nineteen =