লক্ষ্মীপুরে এলজিইডির কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ মানববন্ধন

0
452

এস এম আওলাদ হোসেনঃ চাকুরী জাতীয়করণ, বকেয়া বেতন পরিশোধ ও শূণ্য পদে আউট সোসিং নিয়োগ বন্ধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ ও মানববন্ধন করছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। মঙ্গলবার (১০জুলাই) দুপুরে লক্ষ্মীপুর এলজিইডি কার্যালয়ের সামনে এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। পরে কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আসম ছায়েম, মোশারেফ হোসেন, মিজানুর রহমান, মিনহাজ ইকবাল ও জাহাঙ্গীর আলম প্রমূখ। বক্তারা বলেন, মহামান্য আদালতের রায়প্রাপ্ত হন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) অধিনে সদর দপ্তর, জেলা ও উপজেলা পর্যায়ের ৩ হাজার ৮২৩জন কর্মকর্তা ও কর্মচারী। কিন্তু তাদের চাকুরি স্থানীয় না করে আউট সোসিং এর মাধ্যমে নতুন নিয়োগ দেওয়া হচ্ছে। অনতিবিলম্বে তাদের সকলের চাকুরী স্থায়ী করণ করতে হবে এবং শূন্য পদে আউট সোসিং নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। এছাড়াও বকেয়া বেতন পরিশোধের দাবী জানান কর্মকর্তা-কর্মচারীরা। অন্যথায় আরো কঠোর কর্মসুচির আহ্বান করা হবে বলে হুশিয়ারী দেন তারা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

3 + four =