মন্ত্রী শাজাহান খানের বডি ল্যাংগুয়েজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল ঝড়

0
651

গতকাল বাস দূর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী শাজাহান খানের বডি ল্যাংগুয়েজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল ঝড়। সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পী, কলা-কুশলি, চলচ্চিত্র ব্যক্তিত্বরা নান তীর্যক মন্তব্য করছেন তাদের ফেসবুক ওয়ালে। বাংলাদেশের সফল চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক স্ট্যাটাসে মন্ত্রীর আচরণ প্রসঙ্গে লিখেন, ‘এতো কুৎসিত লাগে নাই কোনো হাসি, এই জীবনে ’।

তিনি আরও লিখেছেন, এই নির্লজ্জ লোককে সরকারের উচিৎ বহিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করা। জনপ্রিয় এবং গুণী নির্মাতার ফেসবুকে এই পোস্টে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৮ হাজারের বেশি লাইক পড়েছে এবং শেয়ার করেছে প্রায় ১৮০০ মানুষ। ফেসবুক পোষ্টটি পাঠকের জন্য হুবহু প্রকাশিত হলো- অনেকে বলেছেন, ভাই, মন্ত্রীর তো আর দোষ নাই, দূর্ঘটনা তো দূর্ঘটনাই। নিশ্চয়ই। কিন্তু আপনি যখন এইসব বদমায়েশদের পাশে দাঁড়ান, দাঁত কেলিয়ে কুযুক্তি দেন, তখন আপনি আরো দশ হাজার পরিবহন শ্রমিককে দুর্বৃত্ত বানিয়ে দেন। তারা তখন রাজপথকে তাদের স্টেডিয়াম বানিয়ে খেলে, আর মাঝখান থেকে পিঁপড়ার মতো আমাদেরকে একটু থেতলে দেয়। এইভাবেই আশকারা দিতে দিতে আপনি একটা দুর্বৃত্ত বাহিনী গড়ে তোলেন এবং এই কাজ আপনি করে আসছেন বছরের পর বছর। এই নির্লজ্জ লোকটাকে সরকার বরখাস্ত করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে না?

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

five × two =