সাভারে রূপসী বাংলা হাসপাতালে চিকিৎসার অবহেলায় শেফালী আক্তার নামে এক অন্ত:সত্ত্বা নারীর অকাল মৃত্যু

0
862

 কামরুল হাসানঃ

সাভারে রূপসী বাংলা হাসপাতালে চিকিৎসার অবহেলায় শেফালী আক্তার নামে এক অন্ত:সত্ত্বা নারীর অকাল মৃত্যু ।অন্ত:সত্ত্বা নারী সারা রাত জ্বর ও শ্বাসকষ্টে আহাজারি করলেও কোন চিকিৎসক পাননি । অবহেলায় জরে পড়ে মৃত্যূর কোলে, রেখে যান তার চার বছরের মেয়ে। এই চার বছরের শিশু বাচ্চাটির দায় বার কে নিবে। এবং ঘটনার পর থেকে কর্তব্যরত ডাক্তার ও স্টাফ পালাতক রয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। শনিবার দুপুরে সাভারের আনন্দপুর এলাকার রুপশী বাংলা হাসপাতালে এই ঘটনা ঘটে। নিহত শেফালী আক্তার সাভারের ফুলবাড়ীয়া এলাকার বাহাজ উদ্দিনের মেয়ে। নিহতের বাবা বাহাজ উদ্দিন জানান, গত তিনদিন আগে অন্ত:সত্ত্বা মেয়েকে সিজারের উদ্দেশ্যে রুপশী বাংলা হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর ও শ্বাসকষ্ট থাকায় অপারেশনের তারিখ পিছানো হয়। কিন্তু শুক্রবার সন্ধ্যা থেকে অবস্থা অবনতি হলে ডাক্তারের সঙ্গে যোগাযোগের অনেক চেষ্টা করে পাওয়া যায়নি। স্টাফের সঙ্গে যোগাযোগ করে তারা জানান ডাক্তার নেই, তাই কিছু করারও নেই। এদিকে হাসপাতালের মালিক ও চিকিৎসক প্রসূতি বিশেষজ্ঞ ডা. হাসিনা মমতাজ বিষয়টি অস্বীকার করেন। পরে দুপুরে অবস্থা বেগতিক দেখে কৌশলে পালিয়ে যান। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে ও ময়না তদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eighteen − fourteen =