নৌমন্ত্রীর পদত্যাগসহ আন্দোলনরত স্কুল-কলেজ শিক্ষার্থীদের ৯ দফা দাবি

0
886

রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় নৌমন্ত্রীর পদত্যাগসহ আন্দোলনরত স্কুল-কলেজ শিক্ষার্থীদের ৯ দফা দাবির প্রতি একাত্মতা জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা ‘আমাদের ছোট ভাই রক্তাক্ত কেন? জবাব চাই দিতে হবে’, ‘নিরাপদ সড়ক চাই, নিরাপদ জীবন চাই’ ‘হত্যাকারী চালক ও দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত কর’, ‘গাড়ি চাপায় মৃত্যু দুর্ঘটনা নয়, রাষ্ট্রীয় হত্যাকান্ড’, ‘লাশ হয়ে নয়, নিরাপদে বাড়ি ফিরতে চাই’, ‘খুনি চালকদের শাস্তি চাই, করতে হবে’ প্রভৃতি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। সমাবেশে বক্তারা নৌমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বলেন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণের পাশাপাশি ঘাতক বাস চালকদেরকে দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। সমাবেশে শিক্ষার্থী খৈরম কামেশ্বরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাস্ট সাহিত্য সংসদের সভাপতি শুভম ঘোষ, সাস্ট সায়েন্স এ্যারেনার সাবেক সভাপতি রিফাত হায়দার, শাখা ছাত্রফ্রন্ট সদস্য তৌহিদুজ্জামান জুয়েল, শিক্ষার্থী প্রণয় কান্তি বিশ্বাস, আমির হামজা ও রনি সরকার প্রমুখ। উল্লেখ, গত ২৯ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে জাবালে নূর পরিবহনের একটি বাস বিমানবন্দর সড়কের জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দিলে ঘটনাস্থলেই শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী মিম ও আব্দুল করিম নিহত হন। ওই ঘটনার পর দোষীদের বিচার চেয়ে ও নিরাপদ সড়কের দাবিতে রাস্তাায় নামে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

19 − ten =