পিকআপ চাপা দিল আন্দোলনকারী ছাত্রকে

0
765

রাজধানীর যাত্রাবাড়ির দনিয়া এলাকায় আন্দোলকারী শিক্ষার্থীদের ওপর পিকআপ উঠিয়ে দেয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাকে কোন হাসাপাতালে নেয়া হয়েছে তা জানা যায়নি তৎক্ষণিকভাবে। বিমানবন্দর সড়কে জাবালে নূর বাসের ধাক্কায় দুই সহপাঠী নিহতের ঘটনায় বুধবার চতুর্থ দিনেরমতো আন্দোলন করছে দেশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

এদিক সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে জড়ো হয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না। ফার্মগেট, মতিঝিল, উত্তরার মতো শনির আখড়া এলাকায়ও অবস্থান নেয় শিক্ষার্থীরা। গাড়ি থামিয়ে লাইসেন্স আছে কিনা জানতে চায় ছাত্ররা। লাইসেন্স না থাকলে আটকে দিচ্ছিল পরিবহন। যাত্রাবাড়ী এলাকার দনিয়াতেও একইভাবে লাইসেন্স পরীক্ষা করার জন্য একটি পিকআপকে আটকানোর জন্য সামনে দাঁড়ায় শিক্ষার্থীরা। কিন্তু না থেমে ড্রাইভার চলতেই থাকে, এরপর পিকআপটি নির্মমভাবে উঠে যায় আন্দোলনরত এক শিক্ষার্থীর ওপরে। চোখের পলকে ক্ষুদে শিক্ষার্থীকে চাপা দিলে পালিয়ে যায় পিকআপ। বুধবার দুপুরে রাজধানীর শনির আখড়ায় এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের উপর পিকআপ উঠিয়ে দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। এই ভিডিও প্রসঙ্গে একটি ফেসবুক আইডিতে লেখা হয়েছে, ‘শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল। প্রতিটি গাড়ির ড্রাইভারের লাইসেন্স চেক করা হচ্ছিল। লাইসেন্স না থাকলে ড্রাইভারকে নামিয়ে ভাংচুর করা হচ্ছিল। একটি পিক-আপের ড্রাইভারকে থামিয়ে লাইসেন্স চেক করার চেষ্টা করা হলে একজন ছাত্রের গায়ের ওপর দিয়ে উঠিয়ে দিয়ে চলে যায়।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

16 − three =