পুনাতি ত্রিপুরার খুনিদের শাস্তির দাবিতে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে গতকাল মানববন্ধন করে শিশু-কিশোর মেলা

0
599

দীঘিনালায় ৫ম শ্রেণির ছাত্রী পুনাতি ত্রিপুরাকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক তিনজনকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক মনিরকে এখনো আটক করতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা, মনির আটক হলেই হত্যা রহস্যের জট খুলতে পারে। আটককৃতদের খাগড়াছড়ির অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন জানালে আগামীকাল বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন আদালত।

খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহমদ খান বলেন, ‘ঘটনার প্রকৃত ক্লু উদঘাটনের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন আইনের আওতায় আনা হবে।’ পুনাতি হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আবদুস সামাদ জানান, হত্যা রহস্যের জট খুব দ্রুত খুলবে বলে পুলিশ আশাবাদী। তদন্তের স্বার্থে সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। এ ছাড়া এ ঘটনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে পলাতক আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে পুনাতি ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় খাগড়াছড়িজুড়ে বিক্ষোভ চলছে। গত দুই দিনে জেলা সদরে বিভিন্ন সংগঠন মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদী কর্মসূচি পালন করে। গতকাল মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ‘শিশু কিশোর মেলা’ নামে একটি শিশু সংগঠন। মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত দীঘিনালা উপজেলা সদরে ১ ঘণ্টা মানববন্ধন করে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির  সভাপতি দীপুলাক্ষ চাকমা, সাধারণ সম্পাদক আতিক উল্লাহ পাটোয়ারী, প্রধান শিক্ষক পংকজ কুমার চৌধুরী, জ্ঞানজ্যোতি চাকমা প্রমুখ। শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, শিশু ও নারীসহ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জেলার বিশিষ্টজনরা। সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি অধ্যাপক ড. সুধীন কুমার চাকমা, সুজনের জেলা সভাপতি অধ্যাপক বোধিসত্ত্ব দেওয়ান, সুজনের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক প্রভাংশু ত্রিপুরা, খাগড়াছড়ি বার অ্যাসোসিয়েশনের সভাপতি আশুতোষ চাকমা বর্বরতম এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা ঘটনায় জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। মঙ্গলবার শিশু-কিশোর মেলার উদ্যোগে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয়। এতে বক্তব্য দেন শিশু কিশোর মেলার জেলা সংগঠক স্বাগতম চাকমা, নারীমুক্তি কেন্দ্রের জেলা সংগঠক কৃষ্টি চাকমা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কলেজ সদস্য উমাচিং মারমা, মিলন ত্রিপুরা, কাঁকন ত্রিপুরা প্রমুখ। পানছড়িতেও মানববন্ধন করেছে কয়েকটি সংগঠন। বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা ছাত্র-যুব ফ্রন্টের উদ্যোগে পানছড়ি বাজারে মানববন্ধনে বক্তব্য দেন বিপুল বিকাশ ত্রিপুরা, মনীন্দ্র ত্রিপুরা, অনিক ত্রিপুরা প্রমুখ। এর আগে সোমবার বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদসহ বিভিন্ন সংগঠন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। শহরের শাপলা চত্বরে মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ ছাড়াও বিভিন্ন নারী অধিকার সংগঠন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতারাও কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন। বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক অনন্ত ত্রিপুরা, নারীনেত্রী শেফালিকা ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক নুরুল আবছার, সহকারী শিক্ষক সমিতির সভাপতি এমিলি দেওয়ান, দুর্বার নেটওয়ার্কের সদস্য নমিতা চাকমা, প্রধান শিক্ষক সমিতির সদর কমিটির সাধারণ সম্পাদক ধনা চন্দ্র সেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা সজল বরণ সেন, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য চন্দন কুমার দে, উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের জেলা সমন্বয়কারী সাংবাদিক চিংমেপ্রু মারমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি বিপুল বিকাশ ত্রিপুরা, মেরুং ইউনিয়ন পরিষদের সদস্য গণেশ চন্দ্র ত্রিপুুরা, সাংবাদিক নুরুল আজম, মানবিক কল্যাণ সংঘের সহসভাপতি শান্তিময় চাকমা, দয়ানন্দ ত্রিপুরা, সুরেশ মোহন ত্রিপুরা প্রমুখ। এর আগে খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রছাত্রী ও মারমা স্টুডেন্টস ফোরাম বিক্ষোভ মিছিল বের করে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান : কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ধীষন প্রদীপ চাকমার সভাপতিত্বে ও সাধারণ সমপাদক গৌরচাঁদ ঠাকুর অপুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কাজী নওরীন, প্রত্যয় নাফাক ও জিগনিটি চাকমা। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) যুগ্ম সমপাদক সুপন চাকমা। প্রসঙ্গত, গত শনিবার দিবাগত রাতে দীঘিনালার নয়মাইল এলাকায় নিজ বাড়ির পাশের বাঁশবাগান থেকে নয়মাইল ত্রিপুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কৃত্তিকা ত্রিপুরা ওরফে পুনাতির (১১) ক্ষতবিক্ষত লাশ উদ্বার করে পুলিশ। ওই দিন দুপুরের কোনো এক সময়ে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

10 − three =