কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনের রূপ দিতে চাইছে

0
468

কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে একটি পক্ষ সরকারবিরোধী আন্দোলনের রূপ দিতে চাইছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরাতে অভিভাবকদের সহযোগিতা চেয়েছেন তিনি। আজ শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকম-লীর সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা রয়েছে। তাদের প্রতিবাদী কণ্ঠকে স্বাগত জানানো হয়েছে। তাদের দাবির বাস্তবায়ন প্রক্রিয়াধীন। তবে কেউ কেউ দলীয়ভাবে এ আন্দোলন সমর্থন দিয়ে এটাকে সরকারবিরোধী আন্দোলনের রূপ দিতে চাইছে। শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলনে রাজনৈতিক অনুপ্রবেশ ঘটা খারাপ লক্ষণ। তবে তাদের গতিবিধি লক্ষ্য রাখছে গোয়েন্দা বাহিনী। এজন্য শান্তির স্বার্থে শিক্ষার্থীদের বাড়ি ও ক্যাম্পাসে ফেরাতে অভিভাবকসহ সবার সহযোগিতা কামনা করছি। মন্ত্রী আরো বলেন, যারা শিক্ষার্থীদের ঘরে ফিরতে বলেছেন, তাদের শুভবোধকে স্বাগত জানাই। তবে যারা কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে রাজনীতির বিষবাষ্প দিতে চেয়েছেন, এর মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, এদের বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। আর শিক্ষার্থীদের দমন না করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পুলিশ ধৈর্যধারণ করছে। রাস্তায় গণপরিহন না মানার প্রসঙ্গে মন্ত্রী বলেন, চালকরা শঙ্কায় গাড়ি নিয়ে সড়কে নামতে চাইছে না। তবে আমরা নামাতে চেষ্টা করছি। আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি পূরণ হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ঘাতক বাসের মালিক-চালক-হেলপারকে বিচারের আওতায় আনা হয়েছে। এর মধ্য দিয়ে সরকার জরুরি কাজটি করে ফেলেছে। এছাড়া প্রধানমন্ত্রী দুই পরিবারকে ডেকে সান্ত¡না দিয়েছেন, সহায়তা করেছেন। নিহত দুই শিক্ষার্থীর পরিবারও শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছে। এখন শান্তির স্বার্থে শিক্ষার্থীদের ঘরে ফিরিয়ে নিতে আমরা এই শিক্ষার্থীদের অভিভাবকদের সহযোগিতা চাই।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

8 + fourteen =