ধামরাইয়ে মুখোমুখি দুই বাসের সংঘর্ষে, নিহত ৫ আহত ৩৫

0
613

কামরুল হাসানঃঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার আগষ্টেেের (৩) তারিখ সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুর আলফাডাঙ্গাগামী সূর্য্যমুখী পরিবহণের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীধ দিক থেকে আসা একটি পোশাক শ্রমিকবহনকারী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। এসময় আহত হয় আরও ৩৫ জন।এতে ৫জনের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন ধামরাইয়ের চদ্ভীপুুর এলাকার ভজন সাহা(৫৫)অন্য জন হল আয়কর কর্মকর্তা সোমনাথ সেন।রাত ১২ টা পর্যন্ত বাকিদের পরিিচয় পাওয়া যাায় নি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টর সাহেব আলী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আহতদের আশংঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনার পরই ঢাকা-আরিচা মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এদিকে আহতদের প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নেয়া হলে সেখানে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় স্থানীয় জনতা বিক্ষোভ করেন। ডা. নাজনীন আক্তার জানান, ছুটিরদিন হওয়ায় চিকিৎসক ও নার্সের সংকট রয়েছে। এরপরও প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ধামরাই থানার এসআই জুলফিকার হায়দার জানান, আরিচার দিক থেকে আসা বেপরোয়া গতি দুর্ঘটনার কারন বলে জনা গেছে।বাসটি বিভিন্ন কারখানার শ্রমিক বহন করে থাকে।এই দুর্ঘটনায় ৫জন নিহত হয়েছে এবং আহতদের অন্যত হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং বাকিদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

14 − six =