সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত

0
442

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সড়ক সংস্কারের কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের ওপর উঠে পড়ে। এতে ঘটনাস্থলে সড়ক সংস্কারের কাজ করতে থাকা দুই শ্রমিক শফিকুল ইসলাম (৪০) ও ইসমাইল হোসেন (৪০) গুরুতর আহত হন। আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত শফিকুল ইসলাম শেরপুর নালিতাবাড়ীর তারাকান্দি গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। আহত ইসমাইল হোসেন একই এলাকার মোশাররফ হোসেনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলী বলেন, মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

eight + four =