চলনবিলে নৌকাডুবিতে বাকী দুইজনের লাশ উদ্ধার

0
806

পাবনার চাটমোহরের পাইকপাড়া এলাকার চলনবিলে নৌকাডুবিতে বাকী দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২৯ ঘণ্টার মাথায় রবিবার সকালে তাদের লাশ ভেসে উঠে। এরআগে পাঁচজনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার হয়।

বাকী দুইজন হলেন- ডাল গবেষণা ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক সহকারী বিল্লাল গণি ও ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম স্বপন বিশ্বাস। ফায়ার সার্ভিস সিভিলের (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নজরুল ইসলাম লাশ ভেসে উঠার বিষয়টি নিশ্চিত করেছেন। নজরুল ইসলাম আরো জানান, নদীতে দুই মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশগুলো উদ্ধার করে। এরআগে শনিবার বেলা ১১টার দিকে ঈশ্বরদীর সাংবাদিক মোশারফ হোসেন মুসার স্ত্রী শাহনাজ পারভীন পারুলের লাশ উদ্ধার করা হয়। এ সময় দুর্ঘটনা কবলিত নৌকাটিও উদ্ধার করে উদ্ধারকারীরা। পরে দুপুরে ১টার দিকে সাঁড়া মাড়োয়ারি স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সওদা মনির মৃতদেহ উদ্ধার হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা বিল্লাল হোসেন গণির স্ত্রী মমতাজ পারভীন শিউলীর লাশ উদ্ধার করা হয়। উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় চলনবিলের চাটমোহর উপজেলার হান্ডিয়াল পাইকপাড়া ঘাট এলকায় নৌকাডুবির দুর্ঘটনা ঘটে। রাত ১১টার দিকে রাজশাহীর একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে এবং রাত ১১টা ৫০ মিনিটে পানিতে নেমে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু করেন।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

17 − 9 =