না ফেরার দেশে ‘একাত্তরের জননী’ রমা চৌধুরী

0
973

‘একাত্তরের জননী’ বীরাঙ্গনা রমা চৌধুরী আর নেই। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া গ্রামে ১৯৩৬ সালের ১৪ই অক্টোবর জন্মগ্রহণ করেন আগ্নিদীপ্ত এ নারী।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করা এ নারী একাত্তরে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দ্বারা নির্যাতিত হন। হারান নিজের দুই ছেলেকেও। তবে হার মানেননি নিজের চরম নিয়তির কাছে। নিজের লেখা বই বিক্রি করে চালাতে লাগলেন সংসার। একাত্তরের জননী, এক হাজার এক দিন যাপনের পদ্যসহ ১৮টি বই লিখেছেন তিনি।  ডায়াবেটিস, শ্বাস-প্রশ্বাসে সমস্যাসহ নানান বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১৫ই জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রমা চৌধুরী।

Print Friendly, PDF & Email

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

4 × two =